Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Dattapukur Ramayana Idol

দত্তপুকুরে তৈরি রামায়ণের মডেল গেল অযোধ্যায়

দত্তপুকুরের শিল্পী রূপম মজুমদারের কারখানায় তৈরি হয়েছে এই মডেল। ইতিমধ্যে অযোধ্যা পাড়ি দিয়েছে।

ফাইবারের তৈরি রামায়ণের চিত্রপট।

ফাইবারের তৈরি রামায়ণের চিত্রপট। ছবি: সুদীপ ঘোষ।

ঋষি চক্রবর্তী
দত্তপুকুর শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ০৯:২১
Share: Save:

দত্তপুকুরের পালপাড়ার কারখানায় তৈরি রামায়ণের কাহিনীর মডেল গেল অযোধ্যার গুপ্তারঘাটে। রামনবমী উপলক্ষে ফাইবার দিয়ে তৈরি হয়েছে রামায়ণের চিত্রপট।

অযোধ্যায় রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার আগে দত্তপুকর থেকে রামের একাধিক ফাইবারের মূর্তি গিয়েছিল। ডাক পেয়েছিলেন শিল্পীরাও। তবে এ বার শুধু রামের মূর্তি নয়, রামায়ণের সমস্ত চরিত্রকে তুলে ধরা হয়েছে ফাইবারের মূর্তি দিয়ে। ‌

দত্তপুকুরের শিল্পী রূপম মজুমদারের কারখানায় তৈরি হয়েছে এই মডেল। ইতিমধ্যে অযোধ্যা পাড়ি দিয়েছে। শিল্পী বলেন, ‘‘রামের বাল্যকাল থেকে দীপাবলি অর্থাৎ যখন রামচন্দ্র ফিরলেন, সেই পুরো ঘটনাই ফুটিয়ে তোলা হয়েছে।’’ সীতাহরণের ঘটনাও আছে। রূপম বলেন, ‘‘এখানে প্রথম পর্বের কাজ হয়েছে। এখনও অনেক কিছু বাকি আছে। তিনটি ধাপে কাজ হবে। চিত্রপটে কয়েকশো মূর্তি আছে। রামনবমীতে অযোধ্যার গুপ্তারঘাটে এগুলি স্থাপন করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dattapukur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE