Advertisement
১৮ মে ২০২৪
ISF

ভাঙড়ে আইএসএফ শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর, ষড়যন্ত্র দেখছেন নওশাদ

তৃণমূলের দাবি, রানিগাছির ২৪৮ নম্বর বুথের আইএসএফ নেতা এবং কর্মী মিলিয়ে একশোর বেশি সদস্য দলবদল করেছেন। জীবনতলা এলাকায় শওকত মোল্লার দফতরে হাজির হয়ে তৃণমূলে যোগ দেন ওই আইএসএফ কর্মীরা।

ISF supporters join TMC in Bhangar

আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ভাঙড় শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১২:০৫
Share: Save:

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার নেতৃত্বে বৃহস্পতিবার মৌনী মিছিলের আয়োজন এলাকায়। তার আগের রাতে তৃণমূল ভাঙন ধরিয়ে দিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর শিবিরে। ভাঙড়ের তৃণমূল শিবিরের দাবি, বুধবার শওকতের হাত ধরে প্রাণগঞ্জ অঞ্চলের রানিগাছি এলাকার বহু আইএসএফ কর্মী যোগ দিয়েছেন জোড়াফুল শিবিরে। যদিও এর মধ্যে যড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

তৃণমূলের দাবি, রানিগাছির ২৪৮ নম্বর বুথের আইএসএফ নেতা এবং কর্মী মিলিয়ে একশোর বেশি সদস্য দলবদল করেছেন। বুধবার রাতে জীবনতলা এলাকায় শওকতের দফতরে হাজির হয়ে তৃণমূলে যোগ দেন ওই আইএসএফ কর্মীরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভরসা রেখেই দলবদল করেছেন তাঁরা। এ নিয়ে শওকত বলেন, ‘‘ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছেন গত ২ বছর ধরে এলাকায় কোনও উন্নয়ন করতে পারেননি বিধায়ক নৌশাদ সিদ্দিকি। উনি মানুষের বিপদেআপদেও দাঁড়াতে পারেননি। তাই ওঁরা আজ তৃণমূলে যোগদান করেছেন।’’

ওই যোগদান অনুষ্ঠানে শওকতের পাশে ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজ়ার আহমেদও। তিনি বলেন, ‘‘ওঁরা শওকত সাহেবের উপর আস্থা রেখে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন।’’ তবে এ নিয়ে নওশাদের বক্তব্য, ‘‘বিষয়টি ষড়যন্ত্র। যাঁরা আগে থেকেই তৃণমূল করতেন তাঁদের আবার তৃণমূলে যোগদান করিয়ে দলবদল হিসাবে দেখানো হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISF TMC Bhangar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE