মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর পোস্ট নেটমাধ্যমে। উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে গ্রেফতার যুবক। অভিযুক্ত বিজেপি কর্মী বলে অভিযোগ তৃণমূলের। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল।
অভিযুক্ত যুবকের নাম সুভাষ মণ্ডল। ভোট চলাকালীন গত ৮ এপ্রিল ফেসবুকে তৃণমূল নেত্রীর নামে অশ্লীল কিছু মন্তব্য করেন তিনি। পুরনো পোস্ট সম্প্রতি নিজের অ্যাকাউন্টের উপরের দিকে তুলে আনেন তিনি।
তাতেই বিষয়টি নজরে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বৃহস্পতিবার অশোকনগর থানায় সুভাষের নামে অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই মতো সুভাষকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতেও তোলা হয়।