স্ত্রীর সঙ্গে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল স্বামীর। দুর্গাপুজোর আগে স্ত্রী বাপের বাড়ি চলে যান। বৃহস্পতিবার রাতে স্ত্রীকে ফোন করেছিলেন স্বামী। মিনিট দু’য়েক কথা হয়। অভিযোগ, এরপরেই ওই যুবককে নিজের ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন লোকজন। ঘটনাটি হাবড়া থানার মছলন্দপুরের বিধানপল্লির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিকাশ চৌধুরী (৩৫)। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর চারের আগে অশোকনগরের সেনডাঙার এক তরুণীর সঙ্গে বিয়ে হয় বিকাশের। সোনার দোকান আছে ওই যুবকের। তাঁর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই অশান্তি হত স্বামী-স্ত্রীর। বিকাশ বাড়ি ছাড়তেও বাধ্য হন। স্ত্রীকে নিয়ে বাড়ি ভাড়া করেন। তারপরেও কলহ থামেনি। বছর দু’য়েকের সন্তানকে নিয়ে দুর্গাপুজোর আগে স্ত্রী বাপের বাড়ি চলে যান। আর ফেরেনি। বিকাশ মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর দাদা প্রকাশ বলেন, ‘‘ভাইয়ের মোবাইল ঘেঁটে জানতে পেরেছি, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ স্ত্রীকে ফোন করেছিল। ভাইয়ের মৃত্যুর জন্য ওর স্ত্রী দায়ী।’’ পরিবারের আরও দাবি, বিকাশের স্ত্রীকে ফোনে মৃত্যুসংবাদ দেওয়া হলেও তিনি আসেননি।