Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Matua

Rath Yatra: করোনাবিধি মেনেই ঠাকুরনগরে রথের দড়িতে টান মতুয়াদের

গত বছর করোনা পরিস্থিতিতে ঠাকুরবাড়িতে রথযাত্রার উৎসব বন্ধ থাকায় তা পালন করতে পারেননি মতুয়া সম্প্রদায়ের ভক্তেরা।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঠাকুরনগর শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ১৯:৫৮
Share: Save:

যাবতীয় করোনাবিধি মেনেই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে রথের দড়িতে টান পড়ল। সোমবার উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার ঠাকুরবাড়িতে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জেলা থেকেই ভিড় করেন মতুয়া ভক্তরা। রথযাত্রা উদ্‌যাপনে উৎসাহ থাকলেও করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকেও সচেতন ছিলেন তাঁরা।

প্রসঙ্গত, গত বছর করোনা পরিস্থিতিতে ঠাকুরবাড়িতে রথযাত্রার উৎসব বন্ধ থাকায় তা পালন করতে পারেননি মতুয়া সম্প্রদায়ের ভক্তেরা। তবে চলতি বছরে করোনার প্রকোপ সামান্য কম থাকায় ঠাকুরবাড়িতে রথযাত্রা উদ্‌যাপন করা হয়। সোমবার ডঙ্কা-বাঁশি বাজিয়ে ‘জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ’ জয়ধ্বনি দিতে দিতে মন্দির পরিক্রমা করে রথের দড়ি টেনেএই উৎসব পালন করলেন মতুয়ারা। সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের মহাসংঘাদিপতি সুব্রত ঠাকুর বলেন, ‘‘করোনাবিধি মেনেই ঠাকুরবাড়িতে রথযাত্রা উৎসব পালন করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মতুয়া ভক্তরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rath Yatra Matua
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE