Advertisement
০৫ মে ২০২৪

চিকিৎসায় গাফিলতির অভিযোগ

সাপের কামড় নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মহিলা। তিনি পুরোপুরি সুস্থ, এমনটাই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরেই ফের অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০১:১৭
Share: Save:

সাপের কামড় নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মহিলা। তিনি পুরোপুরি সুস্থ, এমনটাই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরেই ফের অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। ফের ভর্তি করতে হয় হাসপাতালে। এমন অভিযোগ উঠেছে বনগাঁ মহকুমা হাসপাতালের বিরুদ্ধে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাইঘাটা থানার পাঁচপোতা কলোনি এলাকার বাসিন্দা দীপ্তি মণ্ডলকে ২১ মার্চ সন্ধ্যায় বাড়িতে সাপে কামড়ায়। তাঁকে পরিবারের লোকেরা ওই রাতেই বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। দীপ্তিদেবী স্থানীয় সুটিয়া গ্রামের তৃণমূল সদস্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৩ মার্চ তাঁকে চিকিৎসকেরা সুস্থ বলে ছুটি দেন।

কিন্তু পরিস্থিতি তেমন ছিল না বলেই অভিযোগ।

মহিলার ভাই অভিজিৎ রায় জানান, দিদিকে বাড়ি নিয়ে যাওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সারা শরীর অবশ হয়ে যাচ্ছিল। যন্ত্রণা শুরু হয়। বৃহস্পতিবার ফের হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অভিযোগ, এ দিন ভর্তির পরে চিকিৎসকেরা দীপ্তিদেবীকে কলকাতায় স্থানান্তরিত করে দেন। তাঁকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ বলেন, ‘‘প্রথমেই যদি ওই মহিলা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতেন, তা হলে এমন অবস্থা হত না। আমরা ঘটনার তদন্ত চাইছি। মহিলার স্বামী গোপাল মণ্ডল ওই বিষয়ে হাসপাতাল সুপার শঙ্কর প্রসাদ মাহাতোর কাছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছেন।’’

সুপার বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে রোগী একবার বাড়ি ফিরে যাওয়ার পরে ফের তিনি অসুস্থ হয়ে পড়ার নানা কারণ থাকতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Treatment Complaint
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE