পড়শি দেশ মায়ানমার থেকে এসে বাংলায় বাস। এসআইআর আবহে অনুপ্রবেশের এমন উদাহরণ মিলল দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের গণেশপুর এলাকায়। আবারও প্রশ্নের মুখে সীমান্ত নিরাপত্তা।
সূত্রের খবর, মায়ানমার থেক অনুপ্রবেশ করে মিজোরাম হয়ে কৃষ্ণা দাস নামে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দুই মাস হল গণেশপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন অন্তঃসত্ত্বা ওই মহিলা এবং তাঁর স্বামী রাম দাস। এলাকায় রাজু দাস নামে এক ব্যক্তির পুত্রবধূর পরিচয় নিয়ে বসবাস করছিলেন ওই মহিলা। জানা গিয়েছে, বেশ কিছুদিন যাবৎ কাকদ্বীপের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে ছোট ছোট বেশ কিছু কলোনি। কোনও পরিচয়পত্র ছাড়াই সেখানে ঘর ভাড়া পাওয়া যায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আর এই সুযোগ কাজে লাগিয়েই ওই মহিলা এখানে বসবাস করছিলেন বলে জানা গিয়েছে।
এমন ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে নিরাপত্তা। সীমান্তে কড়া নজরদারি থাকা সত্ত্বেও কী ভাবে ওই মহিলা কাকদ্বীপে এসে পৌঁছোলেন সেই নিয়েই উঠছে প্রশ্ন।