রাত প্রায় ১০টা। বিশ্বজিৎ কাবাসি নামে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ ঝোপের মধ্যে থেকে এক শিশুর কান্নার আওয়াজ পান। তিনি তাঁর স্ত্রীকে ঘর থেকে টর্চ নিয়ে আসতে বলেন। এরপরেই তাঁরা দেখতে পান ফুটফুটে সদ্যোজাত এক শিশুপুত্র। শীত কাল। শিশুটির গায়ে কিছু ছিল না।
মঙ্গলবার রাতে ঘটনা ঘটেছে হাবরার বাউগাছিতে। পুলিশ জানিয়েছে, উদ্ধারের পর বিশ্বজিৎবাবু ও প্রতিবেশীরা ওই শিশুকে সামনেই একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে পুলিশ ওই শিশুকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় চাইল্ড লাইন ও চাইল্ড ওয়েলফেরায় কমিটিকে।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ওই রাতে কী ভাবে সদ্যোজাত শিশু ওখানে এল তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার মানুষ জানায়, মেয়ে সন্তান হলে অনেক সময় এমন হয়। কিন্তু শিশু পুত্র পড়ে থাকায় অনেকেই শিশু পাচারের সঙ্গে এর যোগসূত্র আছে বলেও মনে করছেন। সম্প্রতি বাদুড়িয়া ও মছলন্দপুর এলাকায় শিশু পাচার চক্রের খোঁজ পেয়েছে সিআইডি। এলাকাটি বাউগাছি থেকে খুব বেশি দূরেও নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।