Advertisement
০৫ মে ২০২৪

পরিত্যক্ত স্যুটকেসে বিভ্রান্তি

একটি পরিত্যক্ত সুটকেস ঘিরে বোমাতঙ্ক তৈরি হল হাবরায়। রবিবার সকালে হাবরা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় যশোর রোডে পাশে ওই সুটকেসটি পড়ে থাকতে দেখা যায়। কয়েকজন ভাবেন, ওই সুটকেসে টাকা ভরে ফেলে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয় থানায়।

পরীক্ষার পথে। নিজস্ব চিত্র।

পরীক্ষার পথে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাবরা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ০২:৩০
Share: Save:

একটি পরিত্যক্ত সুটকেস ঘিরে বোমাতঙ্ক তৈরি হল হাবরায়।

রবিবার সকালে হাবরা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় যশোর রোডে পাশে ওই সুটকেসটি পড়ে থাকতে দেখা যায়। কয়েকজন ভাবেন, ওই সুটকেসে টাকা ভরে ফেলে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে সুটকেসটি দড়ি দিয়ে ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব ডিটেকশন স্কোয়াডকে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ বম্ব স্কোয়াডের ৭ সদস্যের দল ঘটনাস্থলে যায়। একজন নির্দিষ্ট পোশাক পরে সুটকেসটি পরীক্ষা করেন। তারপর সেটি তুলে হাবরা থানায় নিয়ে যাওয়া হয়। তবে সুটকেসটি পরীক্ষার পরে পুলিশ জানিয়েছে, বোমা কিংবা টাকা নয়, তাতে কয়েকটি পোশাক ছাড়া কিছুই ছিল না।

দেহ উদ্ধার। এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের নীলগঞ্জ রোডের পাশে তালপুকুর এলাকায়। পুলিশ জানিয়েছে, দেহটি কালো প্লাস্টিকে মোড়া ছিল। তাঁর পরিচয় জানা যায়নি। তার বুকে এবং পেটে সেলাইয়ের দাগ রয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে
পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Habra Bomb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE