Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তোলাবাজি নিয়ে বোমাবাজি

তোলাবাজি করতে এসে বোমা-গুলি ছুড়তে ছুড়তে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার বনগাঁর মাধবপুরের এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। তবে গুলি চালানোর কথা স্বীকার করেনি তারা।

পুলিশের টহল চলছে। নিজস্ব চিত্র।

পুলিশের টহল চলছে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ০৩:০২
Share: Save:

তোলাবাজি করতে এসে বোমা-গুলি ছুড়তে ছুড়তে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার বনগাঁর মাধবপুরের এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। তবে গুলি চালানোর কথা স্বীকার করেনি তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামেরই থাকেন নিখিল বালা। পেশায় কাঠমিস্ত্রি নিখিলবাবুর একটি মুদির দোকানও আছে। বাড়ির ভিত উঁচু করবেন বলে নিখিলবাবু নিজস্ব জায়গা ও নদীর চর থেকে মাটি কাটছিলেন।

অভিযোগ, গোপালনগরের কিছু দুষ্কৃতী তাঁর কাছ থেকে ওই মাটি কাটার জন্য মোটা টাকা দাবি করেছিল। তিনি তা দিতে রাজি হয়নি। সেই আক্রোশেই মঙ্গলবার দুপুরে চারটি মোটরবাইকে দু্ষ্কৃতীরা প্রথমে নিখিলবাবুর এক আত্মীয়ের বাড়িতে হামলা করে। খবর পেয়ে তিনি ওই আত্মীয়ের বাড়ির দিকে রওনা হন। তখন নিখিলবাবুর বাড়ির কাছে রাস্তায় দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। তাঁদের মুদি দোকানের শাটার ফেলে দেয়। শূন্যে গুলি চালিয়ে এলাকা ছাড়ে। নিখিলবাবু বলেন, ‘‘আমার বারো বছরের ভাইজি স্কুল থেকে ফিরছিল। রাস্তায় দুষ্কৃতীরা তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়।’’ এলাকার আরও দুই যুবককেও তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলেও অভিযোগ। দুষ্কৃতীরা যাওয়ার আগে নিখিলবাবুদের হুমকি দিয়ে গিয়েছে।

অনেক দিন ধরে বনগাঁয় বোমাবাজি, গুলি চালানোর ঘটনা ঘটেনি। কিন্তু ভোটের ফলাফলের দু’দিন আগে আবার হঠাৎ এলাকায় বোমাবাজি ও গুলির শব্দ যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Extortion Gun-fire Police Miscreants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE