এক বধূকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামীর প্রথম স্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার বানতলা চর্মনগরীর দুই নম্বর গেটের কাছে, ৬ নম্বর প্লটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বিলকিস বিবি (৩৮)। পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ওই বধূর সৎছেলে রোহিত গাজীকে গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কলকাতা লেদার কমপ্লেক্স থানার ঊষপাড়া গ্রামের বাসিন্দা করিম গাজী বানতলা চর্মনগরীতে শ্রমিকের কাজ করেন। কাজে যাওয়ার সুবাদে করিমের সঙ্গে পরিচয় হয় পাশের একটি ট্যানারির কর্মী বিলকিস বিবির। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাঁরা বিয়ে করে ভাঙড়ের ঘটকপুকুরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। এ দিকে, ঊষপাড়া গ্রামে করিমের প্রথম স্ত্রী রেহেনা বিবি ও তাঁদের ছেলে রোহিত গাজী থাকত। অভিযোগ, করিম দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাঁর প্রথম স্ত্রী ও ছেলের দেখাশোনা করতেন না। এমনকি, তাদের কোনও খরচ বহন না করে যোগাযোগও বন্ধ করে দেন। এর পরেই মা ও ছেলে ঠিক করে, বিলকিসকে পৃথিবী থেকে সরিয়ে দেবে তারা।
বৃহস্পতিবার বিলকিস যখন কারখানা থেকে বেরিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছিলেন, তখনই রেহেনা ও রোহিত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে থাকে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় বিলকিস মাটিতে লুটিয়ে পড়তেই তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে অন্য শ্রমিকেরা বাড়ি ফেরার সময়ে বিলকিসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁদের চিৎকার শুনে পৌঁছন করিম। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। তারাই রক্তাক্ত বিলকিসকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ তদন্তে নেমে ওই রাতেই বিভিন্ন সূত্র ধরে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকা থেকে রোহিতকে গ্রেফতার করে। কিন্তু এই ঘটনার পর থেকে পলাতক রেহেনা। রোহিতকে জিজ্ঞাসাবাদ করে তার মায়ের খোঁজ করছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)