বজবজ ব্লকের নোদাখালির তৃণমূল যুব নেতা কৃষ্ণপদ মণ্ডলকে গুলি করার ঘটনায় মূল চক্রী-সহ চার জনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদর নাম সুবোধ নস্কর, জিৎ মণ্ডল, সায়ন ভড় ও শুভ নস্কর। ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রের খবর, এদের মধ্যে মূল চক্রী সুবোধ। যুব নেতার উপরে হামলার ঘটনায় আগে প্রীতম ভড়, অভিজিৎ দাস এবং সৈকত ভড় নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। অর্থাৎ, ওই ঘটনায় এখনও পর্যন্ত সাত জন ধরা পড়ল।
গত ২৫ জানুয়ারি শনিবার বেলা ১১টা নাগাদ বাজার করে মোটরবাইকে কৃষ্ণপদ যখন বাড়ি ফিরছিলেন, সেই সময়ে ডোঙারিয়া স্কুল মোড়ে তাঁকে গুলি করে চম্পট দেয় বাইক-আরোহী তিন দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, বিভিন্ন সরকারি প্রকল্পে ঠিকাদারের কাজ করতেন কৃষ্ণপদ। সেই সূত্রে তাঁর সঙ্গে সুবোধের ব্যবসায়িক গোলমাল হয়েছিল। মূলত টাকার ভাগ নিয়ে ঝামেলা চলছিল দু’জনের মধ্যে। সম্প্রতি একটি জমি বিক্রির টাকার ভাগ নিয়ে সুবোধ ও কৃষ্ণপদর মধ্যে বচসাও হয়। তদন্তকারীদের ধারণা, সেই আক্রোশেই হামলা চালায় সুবোধ।
তদন্তকারীদের দাবি, ঘটনার পরে সুবোধের পরিচিত এক জনের মোবাইল টাওয়ারের লোকেশনের সূত্র ধরে জানা যায়, সুবোধ উলুবেড়িয়ায় গা-ঢাকা দিয়েছে। সেখান থেকেই তাকে ধরা হয়। সুবোধকে জিজ্ঞাসাবাদ করে জিৎ, সায়ন ও শুভর নাম উঠে আসে। ধৃতদের বুধবার আলিপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)