Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Fake Account

ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে যাকে তাকে মেসেজ! দিনরাত উড়ো ফোনে অতিষ্ঠ বধূ গেলেন থানায়

বধূর ছবি ব্যবহার করে সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাঁর পরিচিত এবং অপরিচিতদের বন্ধুত্বের প্রস্তাব পাঠানোর অভিযোগ।

Police inquiries about a fake social media account after woman\'s distorted picture purposefully spread

বধূর অভিযোগ, তাঁদের পারিবারিক এবং ব্যক্তিগত জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যখন তখন বিভিন্ন জায়গা থেকে ফোন করে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে। —প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নরেন্দ্রপুর শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১০:২২
Share: Save:

বধূর ছবি ব্যবহার করে সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাঁর পরিচিত এবং অপরিচিতদের বন্ধুত্বের প্রস্তাব পাঠানো এবং পরে অশ্লীল বার্তা ছাড়ানোর অভিযোগ৷ ছড়িয়ে দেওয়া হল বধূর স্বামীর ফোন নম্বর। এমনই এক অভিযোগের তদন্ত শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার পুলিশ৷

ওই বধূর অভিযোগ, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কেউ তাঁর ছবি নিয়ে সেটি দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছে। পরে ওই অ্যাকাউন্টে থেকে বিবিধ মানুষের সঙ্গে আপত্তিজনক কথোপকথন হচ্ছে৷ এমনকি তাঁর ছবির তলায় ‘কলগার্ল’ লিখে যোগাযোগের জন্য তাঁর স্বামীর ফোন নম্বর ছড়ানো হয়েছে৷

পুলিশের কাছে বধূর অভিযোগ, তাঁদের পারিবারিক এবং ব্যক্তিগত জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাতদিন, যখন তখন বিভিন্ন জায়গা থেকে ফোন করে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে। অশ্লীল মেসেজ পাঠানো হচ্ছে৷

অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fake Account Facebook Crime police Narendrapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE