Advertisement
১৬ মে ২০২৪

বাসন্তীতে বেহাল রাস্তা, সমস্যায় মানুষ

দীর্ঘ দিন ধরে রাস্তা সংস্কার না করার ফলে পিচ উঠে গিয়ে ইট বেরিয়ে পড়েছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতে জল জমে গিয়ে ডোবার আকার নিচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ, বাসন্তী বাজার থেকে মাদার টেরেজা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা।

মাদার টেরিজা রোড। —নিজস্ব চিত্র।

মাদার টেরিজা রোড। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাসন্তী শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৩
Share: Save:

দীর্ঘ দিন ধরে রাস্তা সংস্কার না করার ফলে পিচ উঠে গিয়ে ইট বেরিয়ে পড়েছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতে জল জমে গিয়ে ডোবার আকার নিচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ, বাসন্তী বাজার থেকে মাদার টেরেজা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা।

ওই রাস্তা দিয়েই বাসন্তী বাজারে আসেন নফরগঞ্জ, ভরতগড়, মসজিদবাটি, বাসন্তী, রামচন্দ্রখালি-সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। এই রাস্তার উপরেই আছে বাসন্তী হাইস্কুল, ব্যাঙ্ক, সাব রেজিস্ট্রি অফিস, কৃষি দফতরের অফিস-সহ বিভিন্ন সরকারি, বেসরকারি অফিস। এই রাস্তা দিয়েই চলে ক্যানিং থেকে গঙ্গামেলা রুটের বাস। খারাপ রাস্তার কারণে টোটো, ইঞ্জিন ভ্যান, রিকশা, মোটর বাইক ওই রাস্তা দিয়ে না গিয়ে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে টেরেজা গার্লস স্কুল মোড়ে ওঠে। গ্রামের ভিতরের সরু রাস্তা দিয়ে অতিরিক্ত যানবাহন যাতায়াত করতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলেও স্থানীয় মানুষের অভিযোগ। স্থানীয় বাসিন্দা প্রভুদান হালদার বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে ওই রাস্তাটির খুবই খারাপ হাল। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের সব স্তরে জানিয়েও কোন কাজ হচ্ছে না।’’

বাসন্তীর পঞ্চায়েত প্রধান কুতুব মণ্ডল সমস্যার কথা মেনে নিয়ে বলেন, ‘‘রাস্তাটি সারাই করা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। তা ছাড়া, আমাদের যে ফান্ড আছে, তা দিয়ে রাস্তা সারাই সম্ভব নয়। তবে এটা ঠিক যে অনেকে ওই খারাপ রাস্তা এড়িয়ে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে যেতে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে। এ জন্য আমরা প্রশাসনকে বলে ওই রাস্তার মুখে সিভিক ভলান্টিয়ার্স দিয়ে যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’’

বাসন্তীর বিডিও কল্লোল বিশ্বাসের কথায় পূর্ত দফতরের অধীনের ওই রাস্তা যে খারাপ, তা আমার নজরে আছে। যাতে দ্রুত রাস্তাটি সংস্কার করা হয়, সে জন্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Poor condition Road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE