Advertisement
২৩ এপ্রিল ২০২৪

জমি নিয়ে বিবাদ, আক্রান্ত অন্তঃসত্ত্বা

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তীর কৃষ্ণনগর গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মোজাম লস্করের বিরুদ্ধে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন আজমিরার পরিবারের লোকজন।

প্রহৃত: অন্তঃসত্ত্বা মহিলা। —নিজস্ব চিত্র।

প্রহৃত: অন্তঃসত্ত্বা মহিলা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ২৩ জুন ২০১৯ ০১:৩৩
Share: Save:

জমি নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদের জেরে আক্রান্ত হলেন এক অন্তঃসত্ত্বা। আক্রান্ত ওই মহিলার নাম আজমিরা সর্দার। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বাসন্তী ব্লক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তীর কৃষ্ণনগর গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মোজাম লস্করের বিরুদ্ধে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন আজমিরার পরিবারের লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার জমি নিয়ে তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদ থেকে শনিবার সকালে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, বড় ভাই মোজাম লস্কর লোকজন নিয়ে এসে ছোট ভাই আলাউদ্দিন ও মেজভাই নিজামুদ্দিনকে বেধড়ক মারধর করে। ভাইদের মধ্যে ঝামেলা হতে দেখে প্রতিবেশী আলাউদ্দিন সর্দার তা মেটাতে গিয়েছিলেন। অভিযোগ, তখন মোজাম ও তার অনুগামীরা ওই প্রতিবেশীর বাড়িতে চড়াও হয়ে তাদের মারধর করে। আলাউদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাটিতে ফেলে তার পেটে একের পর এক লাথি মারা হয়। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে আজমিরাকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন পরিবারের লোকজন।

নিজামুদ্দিন ও আলাউদ্দিন পুলিশকে জানিয়েছেন, মোজেম তাঁদের কাউকে বাড়িতে চলাফেরার রাস্তা দিচ্ছিলেন না। জমি নিয়ে নিজেদের মধ্যে বিবাদ থাকার কারণে ভাইদের চলাফেরার রাস্তা বন্ধ করে দিয়েছিল মোজাম। রাস্তা দিয়ে চলাফেরা করলেই ভাই ও ভাইয়ের বৌদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন মোজাম ও তার পরিবার। কয়েকবার মারধরও করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতেও রাস্তা নিয়ে মোজাম ও তার পরিবার নিজামুদ্দিন ও আলাউদ্দিনের পরিবারের লোকেদের গালিগালাজ করে। সেই ঘটনার প্রতিবাদ করলে শুক্রবার রাতেই বাড়িতে এসে ভাইয়ের বৌদের মারধর করে মোজাম ও তার পরিবার।

নিজামউদ্দিন ও আলাউদ্দিন সে সময় কলকাতায় কাজে গিয়েছিলেন। শনিবার সকালে সমস্যা সমাধানের জন্য বাড়ি ফিরেছিলেন দুই ভাই। অভিযোগ, বাড়িতে ঢোকার সময় ওই রাস্তার উপরে উঠলেই লাঠিসোটা, বাঁশ নিয়ে তাঁদের উপর চড়াও হয় মোজেম ও তার লোকজন। বহিরাগতদের নিয়ে এসে হামলা চালানো হয় বলে জানিয়েছেন আলাউদ্দিনরা। স্বামীদের মার খেতে দেখে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রীরা। এই ঘটনায় অন্তত আরও তিনজন জখম হন।

এরপরেই অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Basanti Pregnant woman Land বাসন্তী
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE