Advertisement
০৪ মে ২০২৪

রেশন দোকান সিল, ধৃত ডিলার

রেশন কার্ড দেখিয়ে চাল, গম নিতে গেলে জবরদস্তি কিনতে হবে ধূপ, পেন কিংবা ব্লিচিং পাউডার। না হলে মিলবে না রেশনের চাল, চিনি ও আটা।

•বিক্ষোভ: দেগঙ্গায় ছবিটি তুলেছেন সজলকুমার চট্টোপাধ্যায়

•বিক্ষোভ: দেগঙ্গায় ছবিটি তুলেছেন সজলকুমার চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
দেগঙ্গা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০১:৪৫
Share: Save:

রেশন কার্ড দেখিয়ে চাল, গম নিতে গেলে জবরদস্তি কিনতে হবে ধূপ, পেন কিংবা ব্লিচিং পাউডার। না হলে মিলবে না রেশনের চাল, চিনি ও আটা।

রেশন ডিলারের এমন ফতোয়া মেনে নেননি গ্রামের মানুষ। এর প্রতিবাদে রেশন ঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা- পুরুষ। অভিযোগ পেয়ে পুলিশ এসে ‘সিল’ করে দেয় রেশন দোকান। আটক করে রেশন ডিলার মহম্মদ সফিয়ার রহমান-সহ তিন কর্মচারীকে। বুধবার ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কোটরা পঞ্চায়েতের খড়কি গ্রামে।

সাবিকুল গাজি নামে এক বাসিন্দা বলেন, ‘‘রেশনের চাল, চিনি পেতে গেলে ১৯ টাকা দিয়ে ধূপকাঠি আগে কিনতে হয়। না কিনলে রেশন দিতে চায় না। যে ধূপকাঠি বাজারে ৯ টাকায় পাওয়া যায়, তা আমাদের ১৯ টাকায় গছানো হয়।’’

কালিয়ানি গ্রামের সালেমা বিবি কথায়, ‘‘ডিলারের দাপটে একটি পাউডারের কৌটো ৪০ টাকা দিয়ে কিনে আনি। যেটা আদৌ দরকার ছিল না।’’ ওই গ্রামের এজাজুর রহমান ও আশিক মণ্ডল নামে দুই বালক আবার সেই পাউডার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ।

এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। বুধবার সকালে রেশনের দোকানে তালা লাগিয়ে দেন। পরে দত্তপুকুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা। জোর করে বিক্রি করা সামগ্রী পুলিশকে দেখানো হয়। এরপরে পুলিশ ওই রেশন দোকানে তালা ঝুলিয়ে দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ration Shop
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE