Advertisement
০৬ মে ২০২৪

মাধ্যমিকের স্কুলভিত্তিক ফলাফল

উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার স্কুলগুলির মাধ্যমিকের ফলাফল দেখে নিন একনজরে-

নজর। তালিকায় কোথায় নাম, খুঁজছে দেগঙ্গার পরীক্ষার্থীরা। ছবি: সজলকুমার চট্টোপাধ্যায়

নজর। তালিকায় কোথায় নাম, খুঁজছে দেগঙ্গার পরীক্ষার্থীরা। ছবি: সজলকুমার চট্টোপাধ্যায়

বসিরহাট শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ০৪:৪১
Share: Save:

• নৈহাটি এনসিএম শিক্ষা নিকেতন: পরীক্ষার্থী- ১০০, উত্তীর্ণ-৯০, সর্বোচ্চ- তৃষা মণ্ডল (৬৭১)। • টাকি রামকৃষ্ণ মিশন: পরীক্ষার্থী-৭১, উত্তীর্ণ-৭১, সর্বোচ্চ- হৃত্বিক দাস (৬৬১)। • লেডি রানু মুখার্জি গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী-১১৮, উত্তীর্ণ-১০৭, সর্বোচ্চ- মধুছন্দা নাথ (৬৬৮)। • টাকি এস এল গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী-২২১, উত্তীর্ণ-২১০, সর্বোচ্চ- গার্গী বিশ্বাস (৬৭৩)। • দক্ষিণ চাতরা হাইস্কুল: পরীক্ষার্থী-১৭৭, উত্তীর্ণ-১৭৭, সর্বোচ্চ- অর্পণ বৈরাগী (৬৭৪)। • কপিলেশ্বর হাইস্কুল: পরীক্ষার্থী-১৩২, উত্তীর্ণ-১৩২, সর্বোচ্চ- দীপান্বিতা সরকার (৬১৫)। • বসিরহাট হাইস্কুল: পরীক্ষার্থী-২৫৬, উত্তীর্ণ-২৪৭, সর্বোচ্চ- দিব্যজ্যোতি মণ্ডল (৬৭০)। • চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন: পরীক্ষার্থী-২৯১, উত্তীর্ণ-২৮৪, সর্বোচ্চ- অহনা মিত্র (৬৬৮)। • বাদুড়িয়া এলএমএস বয়েজ হাইস্কুল: পরীক্ষার্থী-১০৯, উত্তীর্ণ-১০৭, সর্বোচ্চ- তমাল দাস (৬৪২)।

ডায়মন্ড হারবার

• রায়দিঘি কৌতলা রামকৃষ্ণ মিশন হাইস্কুল: পরীক্ষার্থী- ১২৫, উত্তীর্ণ-১২৩, সর্বোচ্চ- আদিত্য বসু (৬৭৫)। • ডায়মন্ড হারবার রামকৃষ্ণ মিশন সারদা মন্দির: পরীক্ষার্থী-১২৬, উত্তীর্ণ-১২৬, সর্বোচ্চ-অমৃতা মণ্ডল ও বৃতিতপা শিকদার (৬৬৫)। • কুলপি জনপ্রিয় হাইস্কুল: পরীক্ষার্থী-২৫৭, উত্তীর্ণ ২৫২, সর্বোচ্চ- সায়ক মজুমদার (৬৫৬)। • ডায়মন্ড হারবার সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির: পরীক্ষার্থী ১০৬, উত্তীর্ণ ১০৬, সর্বোচ্চ- শুভান্তিত মণ্ডল (৬৫৪)। • ফলতা ফতেপুর শ্রীনাথ ইন্সস্টিউটিউশন: পরীক্ষার্থী-২১২, উত্তীর্ণ ২১১, সর্বোচ্চ- শেখ শাহেনশা (৬৫৬)। • মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল: পরীক্ষার্থী-২০৫, উত্তীর্ণ ২০০, সর্বোচ্চ-সুব্রিতা ভাণ্ডারী (৬৪৪)। • ফলতা হরিণডাঙা হাইস্কুল: পরীক্ষার্থী-২৩৪, উত্তীর্ণ ২৩৪, সর্বোচ্চ- অরিজিৎ মণ্ডল (৬৪৩)। • ডায়মন্ড হারবার গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী-২২১, উত্তীর্ণ-২২০, সর্বোচ্চ- এষা হালদার (৬২৩)। • রায়দিঘি শ্রীফলতলা চন্দ্রকান্ত হাইস্কুল: পরীক্ষার্থী-১৫৮, উত্তীর্ণ ১৫৮, সর্বোচ্চ- দীপশিখা মণ্ডল (৬১৩)। • মথুরাপুর হাইস্কুল: পরীক্ষার্থী-৮২, উত্তীর্ণ- ৮২, সর্বোচ্চ-সৌম্য প্রামাণিক (৬০১)।

বনগাঁ

• বনগাঁ হাইস্কুল: পরীক্ষার্থী ২৮৪, উত্তীর্ণ- ২৮৪, সর্বোচ্চ: অহন বসু (৬৭৯)। • রণঘাট অঞ্চল হাইস্কুল পরীক্ষার্থী: পরীক্ষার্থী-১৯২, উত্তীর্ণ-১৮৭, সর্বোচ্চ- পরোক্ষিতা সাহা (৬৬৭)। • হেলেঞ্চা হাইস্কুল: পরীক্ষার্থী ১৪৫, উত্তীর্ণ-১৪৫, সর্বোচ্চ: শুভ্রদ্বীপ মণ্ডল (৬৭০)। • নহাটা উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী- ২৪৪, উত্তীর্ণ-২২৩, সর্বোচ্চ- অঙ্কিত দেবনাথ (৬৬০)। • ছয়ঘড়িয়া রাখালদাস উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ১০৯, উত্তীর্ণ-১০৫, সর্বোচ্চ-ধীমান বিশ্বাস (৬২৮)। • ঠাকুর হরিদাস উচ্চ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী- ১৪১, উত্তীর্ণ-১২৩, সর্বোচ্চ- স্বপ্না দেবনাথ (৫৫৭)। • বাগদা হাইস্কুল: পরীক্ষার্থী- ২৮৬, উত্তীর্ণ-২৫৯, সর্বোচ্চ-অনুব্রত দত্ত (৬৫৭)। • ঢাকুরিয়া হাইস্কুল: পরীক্ষার্থী- ১১১, উত্তীর্ণ-১১০, সর্বোচ্চ-অর্ঘ্যদীপ অধিকারী (৬৬২)। • নাহাটা সারদা সুন্দরী বালিকা বিদ্যামন্দির: পরীক্ষার্থী-২২০, পাশ ২০৭, সর্বোচ্চ-লিপিকা দে সরকার (৬৩০)। • চৌবেড়িয়া দীনবন্ধু মিত্র উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী- ৯১, উত্তীর্ণ-৭৮, সর্বোচ্চ-কমল দেবনাথ (৬৬২)। • ঝাউডাঙা সম্মিলনী হাইস্কুল: পরীক্ষার্থী-১১৮, উত্তীর্ণ-১০৮, সর্বোচ্চ- কুণাল দাস (৬১০)। • মনিগ্রাম হাইস্কুল: পরীক্ষার্থী-৯২, উত্তীর্ণ-৯২, সর্বোচ্চ-হাসান আলি খান (৬২০)।

হাবরা-অশোকনগর

• হাবরা হাইস্কুল: পরীক্ষার্থী-২১৯, উত্তীর্ণ-২১৯, সর্বোচ্চ-অনিন্দ্য শিকদার (৬৭৪)। • প্রফুল্লনগর বিদ্যামন্দির: পরীক্ষার্থী-১৪৬, উত্তীর্ণ-১৪৬, সর্বোচ্চ-অয়ন দত্ত ও সিদ্ধার্থ ভট্টাচার্য (৬৭১)। • প্রফুল্লনগর বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী-৮৪, উত্তীর্ণ-৮৪, সর্বোচ্চ-অঙ্কনা বিশ্বাস (৬৭৪)। • রাজবল্লভপুর হাইস্কুল: পরীক্ষার্থী-২৬৭, উত্তীর্ণ-২৬১, সর্বোচ্চ-অরিজিৎ শিকদার (৬৫৭)। • কামিনীকুমার গার্লস: পরীক্ষার্থী-২৩৮, উত্তীর্ণ-২৩৮, সর্বোচ্চ-ঈশিকা বিশ্বাস (৬৮২)। • অশোকনগর বয়েজ সেকেন্ডারি: পরীক্ষার্থী-১৬২, উত্তীর্ণ-১৬৪, সর্বোচ্চ-দেবাঞ্জন সরকার (৬৮২)। • কল্যাণগড় বিদ্যামন্দির: পরীক্ষার্থী-১৩৯, উত্তীর্ণ-১৩৫, সর্বোচ্চ-অনির্বাণ বসু (৬৬৩)। • অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী-১০৪, উত্তীর্ণ-১০৪, সর্বোচ্চ-অ্যাঞ্জেলা কুশারি (৬৫৩)। • অশোকনগর বাণীপীঠ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী-১৭০, উত্তীর্ণ-১৭০, সর্বোচ্চ-শ্রদ্ধা সাহা (৬৪৭)। • গোবডাঙা খাঁটুরা বয়েজ হাইস্কুল: পরীক্ষার্থী-২২৭, উত্তীর্ণ-২২৭, সর্বোচ্চ-মলয় গাইন (৬৭৪)। • খাঁটুরা গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী-১৯৮, উত্তীর্ণ-১৯৮, সর্বোচ্চ-দেবলীনা কুণ্ডু (৬৭২)।

কাকদ্বীপ

• কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির: পরীক্ষার্থী– ২৭১, উত্তীর্ণ ২৭০, সর্বোচ্চ- মহম্মদ মাসুম আখতার– (৬৮৭)। • কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন: পরীক্ষার্থী– ২৯৩, উত্তীর্ণ-২৯১, সর্বোচ্চ-প্রণবেশ মাইতি (৬৭৫)। • কাকদ্বীপ শিশু শিক্ষায়তন: পরীক্ষার্থী– ২৩০, উত্তীর্ণ- ২০৯, সর্বোচ্চ-অর্পণ গায়েন (৬৫১)। • কাকদ্বীপ রাজনগর শ্রীনাথগ্রাম বাণীবিদ্যাপীঠ: পরীক্ষার্থী– ১১৭, উত্তীর্ণ-১১৩, সর্বোচ্চ-সঞ্জু মাইতি (৬৬৮)। • সাগর মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন: পরীক্ষার্থী– ১০৯, উত্তীর্ণ-১০৯, সর্বোচ্চ-দেশিত মণ্ডল (৬৭০)। সাগর

• রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ: পরীক্ষার্থী– ১৮২, উত্তীর্ণ-১৮২, সর্বোচ্চ-বিকাশ মণ্ডল (৬৫৫)। • ধবলাট লক্ষ্ণণ পরবেশ হাইস্কুল: পরীক্ষার্থী– ২২৫, উত্তীর্ণ ২২৫, সর্বোচ্চ-সায়নী মণ্ডল (৬০৭)। • সাগর খানসাহেব আবাদ উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী– ১৬৫, উত্তীর্ণ- ১৬৪, সর্বোচ্চ-সুস্মিতা গুড়িয়া (৫৮২)। • নামখানা ইউনিয়ন হাইস্কুল: পরীক্ষার্থী– ১২৯, উত্তীর্ণ-১২৯, সর্বোচ্চ-সৌম্যদীপ বেরা (৬৫৯)। • নামখানা চন্দনপীড়ি মুরারিমোহন হাইস্কুল: পরীক্ষার্থী– ১৫৫, উত্তীর্ণ-১৫৩, সর্বোচ্চ-রাকেশ গিরি (৬৩২)। • নামখানা দেবনগর এমডি হাইস্কুল: পরীক্ষার্থী– ১৫০, উত্তীর্ণ-১৪৮, সর্বোচ্চ-সৌরভ সর্দার (৬৩৮)।

দেগঙ্গা

• দেগঙ্গা কার্তিকপুর আদর্শ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী- ২১৯, উত্তীর্ণ- ২০৭, সর্বোচ্চ– ঈশিতা দে (৬২৭)।• দেগঙ্গা কার্তিকপুর আদর্শ হাইস্কুল: পরীক্ষার্থী- ১৫৩, উত্তীর্ণ- ১৩৬, সর্বোচ্চ- সাহানওয়াজ রোহান (৬৬৮)। • বীণাপানি বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী- ১৫৯, উত্তীর্ণ- ১৫৩, সর্বোচ্চ– রিমা ইয়াসমিন (৬৪৬)। • বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী- ১৫৮, উত্তীর্ণ- ১৪৩, সর্বোচ্চ– সইয়াদ আলি আওয়াল (৬২৭)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik Results 2017
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE