Advertisement
০৮ মে ২০২৪
corona

Casve Syndrome: ‘কেভ সিনড্রোম’ থেকে কী ভাবে মুক্তি পড়ুয়াদের? আলোচনায় বারাসত গার্লস হাই স্কুল

অষ্টম শ্রেণির পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে পেরে খুশি তাঁরা।

বারাসত গার্লস হাই স্কুলে আলোচনা সভা।

বারাসত গার্লস হাই স্কুলে আলোচনা সভা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বারাসত শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৬:৩৩
Share: Save:

পড়ুয়াদের ‘কেভ সিনড্রোম’ থেকে মুক্ত করতে অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করল বারাসত গার্লস হাই স্কুল। রবিবার মূলত অষ্টম শ্রেণির পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে পেরে খুশি তাঁরা।
বারাসাত গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা পাপড়ি বসু বলেন, ‘‘আর কিছু দিনের মধ্যেই অষ্টম শ্রেণির পড়ুয়ারা উঠবে নবমে। আপাতত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলেনি বটে, কিন্তু নবমে উঠলে আসতে হবে স্কুলে। তাই প্রায় দু’বছর বাদে যে সব পড়ুয়া স্কুলে আসবে, তাদের দ্বিধাদ্বন্দ্ব কাটাতেই এমন আলোচনা সভার আয়োজন করা হয়।’’

আলোচনা সভার বক্তা ছিলেন সমাজকর্মী সুরভি সরকার। তিনি বলেন, ‘‘পড়ুয়ারা দীর্ঘ সময় ধরে স্কুলে না আসার ফলে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অভিভাবকদের দূরত্ব তৈরি হয়েছিল। এই সেমিনারের ফলে সেই দূরত্ব ঘুচল। সব স্কুলেই এমন আলোচনা বার বার করা প্রয়োজন।’’ আর এক বক্তা চিকিৎসক এনবি কাঞ্জিলাল বলেন, ‘‘এটা অভিনব উদ্যোগ। পড়ুয়াদের অহেতুক করোনা ভয় কাটাতে এমন উদ্যোগ অভিনব এবং প্রশংসনীয়।’’ আলোচনায় যোগ দিয়ে খুশি অভিভাবকরাও। তাঁদের মধ্যে বেবি সরকার নামে এক জন বলেন, ‘‘বাড়িতে থাকার চেয়ে মেয়ে স্কুলে আসুক, আমরা এটাই চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

corona Lockdown school
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE