গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তল্লাশি চালিয়ে সাত জন ‘ছিনতাইবাজকে’ গ্রেফতার করল মঙ্গলবার রাতে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭০ গ্রাম ওজনের ৯টি সোনার হার। টুথপেস্টের টিউবের মধ্যে লুকিয়ে সেগুলি নিয়ে যাচ্ছিল অভিযুক্তেরা। দূরপাল্লার ট্রেনে এই হারগুলি তারা ছিনতাই করেছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। মঙ্গলবার রাতে হাওড়া থেকে সেই গয়না নিয়ে ক্যানিং ফেরার পথে তালদি বাজারের কাছে তাদের ধরে ফেলে পুলিশ। দলের ‘মাথা’ চিরঞ্জিত হালদার ওরফে চিরনের নেতৃত্বে ক্যানিং, বাসন্তী ও ঘুটিয়ারি শরিফের বেশ কিছু দুষ্কৃতী দূরপাল্লার ট্রেনে ছিনতাই করে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে তালদি বাজারের কাছে ‘সাদা পোশাকে’ অপেক্ষা করছিল। একটি গাড়ি দেখে সন্দেহ হওয়ায় থামানো হয়। চিরন-সহ সাত জন ধরা পড়ে। টুথপেস্টের টিউব থেকে উদ্ধার হয় ন’টি সোনার হার।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)