স্টেশন ছাড়ার সময় ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার সকালে শিয়ালদহগামী বনগাঁ লোকালের ঘটনা। রেল সূত্রের খবর, এ দিন সকালে শিয়ালদহগামী ট্রেনটি যাত্রী নিয়ে হাবড়া স্টেশন থেকে ছাড়ে। তখনই যাত্রীরা ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন। অফিসের ব্যস্ত সময়ে এরকম ঘটনায় ট্রেন এবং স্টেশনে অপেক্ষারত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গার্ড ট্রেনটিকে স্টেশনেই দাঁড় করিয়ে দেন। ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়ারেরা। রেলের তরফে জানানো হয়েছে, রেলের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি জন্য এই ঘটনা। তা মেরামতির কাজ চলছে। ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বারবার রেলের তরফে যাত্রী পরিষেবার উপরে জোর দেওয়ার কথা বললেও তাতে যে কাজের কাজ কিছুই হচ্ছে না এ দিনের ঘটনা থেকেই তা পরিষ্কার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy