Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sonarpur Arrest

সোনারপুরে একটি গাড়ি থেকে উদ্ধার হল ১০ লাখ টাকার চোরই মাল

গাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকার ব্যাটারি, প্রচুর মোবাইল ফোন এবং ধাতুর বাসন উদ্ধার হয়।

ধৃত ৪ অভিযুক্ত। নিজস্ব চিত্র।

ধৃত ৪ অভিযুক্ত। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাদতা
সোনারপুর শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ২০:০৬
Share: Save:

দীর্ঘ দিন ধরেই এলাকায় চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে। এলাকায় চুরি রুখতে রাতে লাগাতার অভিযান চালায় সোনারপুর থানার পুলিশ। আটক হওয়া একটি গাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকার চোরাই মাল উদ্ধার হয়েছে। চুরি এবং পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ধরা পড়েছে ৪ অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এলাকায় মোবাইল, গাড়ির ব্যাটারি-সহ বিভিন্ন জিনিস চুরির অভিযোগ উঠছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির সঙ্গে যুক্ত রয়েছে বড় একটি চক্র। চক্রটি গাড়ির ব্যাটারির পাশাপাশি মোবাইল ফোন এবং বিভিন্ন ধাতুর তৈরি বাসন এবং গহনা চুরি করে।

এর পর রবিবার সোনারপুর থানা এলাকা থেকে চোরাই মাল ভর্তি একটি গাড়ি আটক করা হয়। গাড়ির দরজা খুলতেই বেরিয়ে পড়ে চোরাই মালের ভাণ্ডার। গাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকার ব্যাটারি, প্রচুর মোবাইল ফোন এবং ধাতুর বাসন উদ্ধার হয়।

উদ্ধার হওয়া চোরাই মাল। নিজস্ব চিত্র।

তদন্তে নেমে গাড়ির সূত্র ধরে হাড়োয়া, ভাঙড়, নরেন্দ্রপুর এবং ঘুটিয়ারি শরিফ এলাকায় তল্লাশি চালায় পুলিশ। পরে ওই এলাকাগুলি থেকেই ৪ জনকে পাকড়াও করা হয়। ধৃতদের নাম ইয়াসিন গাজি, রাহুল জয়সওয়াল, প্রতাপ জয়সওয়াল ও সুরজিৎ মান্না। ধৃতরা বিভিন্ন এলাকায় ভুয়ো পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়ে চুরি-চক্র চালাত। ধৃতদের জেরা করে চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sonarpur Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE