Advertisement
০৯ মে ২০২৪

জলাধার পরিষ্কারের দাবিতে পথ অবরোধ হিঙ্গলগঞ্জে

পানীয় জলে নোংরা থাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের সাহাপুর গ্রামে এই ঘটনার জন্য পারহাসনাবাদ-নেবুখালির মধ্যে বেশ কিছু ক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে জল পরিষ্কার করার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন এই গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল।

নিজস্ব সংবাদদাতা
হিঙ্গলগঞ্জ শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ০১:১৬
Share: Save:

পানীয় জলে নোংরা থাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের সাহাপুর গ্রামে এই ঘটনার জন্য পারহাসনাবাদ-নেবুখালির মধ্যে বেশ কিছু ক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে জল পরিষ্কার করার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন এই গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেখানে রান্নার জন্য স্থানীয় ভ্যাট (জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের তৈরি করা একটি চৌবাচ্চা যেখানে গ্রামের পানীয় জল ধরে রাখা হয়।) থেকে জল নেওয়ার সময় নোংরা দেখাতে পান বাসিন্দারা। দীর্ঘ দিন পরিষ্কার না হওযায় ভ্যাটে থাকা পানীয় জলের মধ্যে শ্যাওলা ভরে গিয়েছে। শুধু তাই নয় জলে পোকাও দেখা গিয়েছে বলে গ্রামবাসীদের দাবি। এই ঘটনার প্রতিবাদে দুপুর ১১টা নাগাদ গ্রামের মানুষ প্রথমে বিডিওর দফতরে যান। সেখান থেকে তাঁদের পঞ্চায়েতে যেতে বলা হয়। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতে গেলে সেখান থেকে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে যেতে বলা হয়। এরপরেই ক্ষুব্ধ জনতা সাহাপুর মোড়ের কাছে দুপুর সাড়ে ১১টা নাগাদ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবশেষে পুলিশ বিডিওর সঙ্গে যোগাযোগ করে ভ্যাট পরিষ্কার শুরু করলে শান্ত হয় জনতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের সাহাপুর, পথের দাবি, ঘোষপাড়া, কালীবাড়ি, বোলতলা-সহ কিছু এলাকার ভ্যাটগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না। ফলে গ্রামবাসীরা নোংরা জল খেতে বাধ্য হন। ব্লক দফতর জানিয়েছে, বাসিন্দারা জানানোর পর ভ্যাট পরিষ্কারের ব্যবস্থা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE