স্কুল থেকে বাড়ি ফিরে মাঠে খেলতে যাচ্ছিল বছর পনেরোর মেয়েটি। কানে গোঁজা ছিল হেডফোন। ট্রেন লাইন পেরোনোর সময়ে ট্রেনের হর্ন শুনতে পায়নি। ফলে ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হল তার।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাকিলা খাতুন (১৫)। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ভ্যাবলা স্টেশনের কাছে। সে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। বাড়ি স্থানীয় ন্যাওরা দিঘির ধারে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেল লাইন পার হওয়ার সময়ে ওই কিশোরীর কানে হেডফোন গোঁজা ছিল। তাই তিনি ট্রেনের হর্ন শুনতে পাননি। ওই ছাত্রীর দাদু সাহাদ আলি সর্দারের আক্ষেপ, ‘‘নাতনিকে রেল লাইন দিয়ে হাঁটতে দেখে ট্রেন চালক অনেক বার হর্ন বাজিয়েছিলেন। কিন্তু দু’কানে হেডফোনে গান শুনতে থাকায় সে বাইরের শব্দ শুনতে পাচ্ছিল না। তাই এই দুর্ঘটনা।’’
হেডফোন কানে রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু অবশ্য নতুন নয়। হাওড়ার বেলুড়, মুর্শিদাবাদের জঙ্গিপুর-সহ কয়েকটি স্টেশনে একই ভাবে দুর্ঘটনা ঘটেছে। গিয়েছে প্রাণ। ফের একই ঘটনা ঘটল বসিরহাটে।