Advertisement
E-Paper

এসইউসি সমর্থককে অপহরণের নালিশ

এক এসইউসি সমর্থককে অপহরণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মেরীগঞ্জ ১ পঞ্চায়েতের কাচিয়ামারা বাজার এলাকার ঘটনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০১:২৮

এক এসইউসি সমর্থককে অপহরণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মেরীগঞ্জ ১ পঞ্চায়েতের কাচিয়ামারা বাজার এলাকার ঘটনা। পুলিশ জানায়, এ দিন অভিযোগ পাওয়ার পরে রাত সাড়ে ৮টা নাগাদ এসডিপিও বারুইপুর দীপক সরকার পুলিশ বাহিনী নিয়ে গিয়ে আলাউদ্দিন মোল্লা নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে।

সিপিএম এবং এসইউসিআইয়ের অভিযোগ, আলাউদ্দিন মোল্লা যখন কাচিয়ামারা বাজারে গিয়েছিলেন সে সময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। জয়নগরের এসইউসি বিধায়ক তরুণ নস্করের দাবি, ‘‘শনিবার রাত থেকেই মেরীগঞ্জ ১ পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে।’’ প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের নালিশ, ‘‘বিধানসভা নির্বাচনের আগে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে শাসকদল। কুলতলি বিধানসভা সিপিএমের দখলে রয়েছে বলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে তারা।’’ যদিও আলাউদ্দিনের অপহরণের ঘটনা অবশ্য অস্বীকার করেছেন দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের ভাইস চেয়ারম্যান শক্তি মণ্ডল। তাঁর কথায়, ‘‘আলাউদ্দিন আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছিল। তাই আমাদের সমর্থকেরা ধরে ওকে পুলিশের হাতে তুলে দিয়েছে।’’

SUCI Kultali south 24 pargana CPM Kanti Gangopadhyay Shakti Mandal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy