Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Fishermen

কেরলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ নামখানার একই পরিবারের ৩ জন, উৎকণ্ঠায় পরিবার

নামখানার গণেশনগরের দুয়েরঘেরির বাসিন্দা শুকদেব দাস, শান্তিরাম দাস এবং সুশান্ত দাস। তাঁদের কোনও খোঁজ মিলছে না।

শান্তিরাম দাস, সুশান্ত দাস ও শুকদেব দাস।

শান্তিরাম দাস, সুশান্ত দাস ও শুকদেব দাস। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নামখানা শেষ আপডেট: ২১ জুন ২০২১ ২১:৪৫
Share: Save:

কেরলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ নামখানার একই পরিবারের ৩ জন। ভিন্‌রাজ্যে কী ঘটেছে, তাও স্পষ্ট নয় নিখোঁজ ৩ জনের পরিবারের কাছে। ফলে উৎকণ্ঠায় রয়েছে পরিবার। বিষয়টি জানানো হয়েছে ফ্রেজারগঞ্জ উপকূল থানায়।

নামখানার গণেশনগরের দুয়েরঘেরির বাসিন্দা শুকদেব দাস, শান্তিরাম দাস এবং সুশান্ত দাস। মাস দেড়েক তাঁদের কোনও খোঁজ মিলছে না বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তাঁদের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ৪ বছর ধরে তাঁরা ট্রলারে মাছ ধরার কাজ করতেন। গত বিধানসভা নির্বাচনের সময় ভোট দিতে বাড়ি ফিরেছিলেন তাঁরা। তার পর পাড়ি দেন কেরলে। গত ৫ই মে সমুদ্রে যাওয়ার আগে ওই ৩ যুবক তাঁদের পরিবারের সঙ্গে শেষ বার কথা।

এর পর প্রায় দু'মাস কেটে গেলেও, ওই ৩ তুতো ভাইয়ের এখনও কোন খোঁজ মেলেনি। যে সংস্থার মাধ্যমে তাঁরা কাজ পেয়েছিলেন, তাদের তরফে জানানো হয়েছে, একটি ট্রলার নিখোঁজ। কিন্তু এর বেশি কিছুই জানতে পারেননি নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Missing Fishermen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE