Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Tiger Attack

Sundarbans: এক সপ্তাহে সুন্দরবনে বাঘের হানায় বলি তৃতীয় মৎস্যজীবী, খবর শুনে হৃদরোগে মৃত্যু শ্যালকের

গত এক সপ্তাহে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়লেন তিন মৎস্যজীবী।

সুন্দরবনে বাঘের হানায় নিখোঁজ মৎস্যজীবী দীনবন্ধু মণ্ডল।

সুন্দরবনে বাঘের হানায় নিখোঁজ মৎস্যজীবী দীনবন্ধু মণ্ডল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গোসাবা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৯:৫৫
Share: Save:

ফের সুন্দরবনে বাঘে তুলে নিয়ে গেল এক মৎস্যজীবীকে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীনস্ত ঝিলা-৫ জঙ্গলে। নিখোঁজ মৎস্যজীবীর নাম নাম দীনবন্ধু মন্ডল (৫১)। সেই খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দীনবন্ধুর শ্যালক।

পরিবার সূত্রের খবর, মৃত দাদার পারলৌকিক ক্রিয়ার খরচ জোগাড় করতেই দীনবন্ধু বন দফতরের অনুমতিপত্র নিয়ে জঙ্গলে মাছ-কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সুন্দরবন উপকূল থানা এবং বন দফতরের স্থানীয় বিট অফিসে বিষয়টি জানানো হয়েছে। সপ্তাখানেকের ব্যবধানে একই জায়গায় তিন বার বাঘের আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন সুন্দরবনের মৎস্যজীবীরা। তাঁরা জানাচ্ছেন, তিনজন সঙ্গীকে নিয়ে বৃহষ্পতিবার দুপুরে সাতজেলিয়ার এমলিবাড়ি গ্রাম থেকে ৫ নম্বর ঝিলা জঙ্গলের উদ্দেশ্য রওনা দেন দীনবন্ধু। মাছ ধরার জন্য ডিঙি নৌকা নোঙর করেছিলেন জঙ্গল ঘেরা খাঁড়ির মুখে। হঠাৎই নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে একটি। ওই মৎস্যজীবীর ঘাড় কামড়ে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

সঙ্গীরা বাঘের মুখ থেকে দীনবন্ধুকে উদ্ধার করার জন্য নৌকার বৈঠা, বাঁশ আর কাঁকড়া ধরার শিক নিয়ে বেশ কিছুক্ষণ লড়াই করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে তুলে নিয়ে বাদাবনের গভীরে চলে যায় ‘দক্ষিণরায়’। এরপর তিন সঙ্গী নৌকা নিয়ে ফিরে আসেন ২ নম্বর এমলিবাড়ি গ্রামের ঘাটে। দুঃসংবাদের খবর পৌঁছয় দীনবন্ধুর স্ত্রী অরুণা-সহ পরিবারের কাছে। অসুস্থ হয়ে পড়েন অরুণার ভাই। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত ১০ জুলাই সুন্দরবনের পঞ্চমুখানি জঙ্গল লাগোয়া কাপূরা নদীর খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিখোঁজ হন সবিতা সরদার (৪৫) নামে এক মহিলা মৎস্যজীবী। ১৩ জুলাই সুন্দরবনের ঝিলা জঙ্গল সংলগ্ন কাঁকসা খালে বাঘের আক্রমণে প্রাণ হারান মৎস্যজীবী ধরণী মণ্ডল(৫৮)নামে এক মৎস্যজীবী। সূত্রের খবর, ওই দু’টি ক্ষেত্রে বন দফতরের অনুমতি ছাড়াই জঙ্গলে প্রবেশ করেছিলেন মৎস্যজীবীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE