Advertisement
E-Paper

জাল নথি দিয়ে অন্যের জমি নিজের নামে করে গ্রেফতার তৃণমূল নেতা! হাবড়ায় শোরগোল, কটাক্ষ বিজেপির

হাবড়া-ফুলতলা এলাকায় ৫১ শতক জমির মালিক ছিলেন জগৎবন্ধু দত্ত। ১৯৯৭ সালের পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। সেই জমিই নিজের নামে করে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:৪৭
arrest

ধৃত তৃণমূল নেতাকে নিয়ে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। —নিজস্ব চিত্র।

জাল নথির মাধ্যমে অন্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের এক নেতা। উত্তর ২৪ পরগনার হাবড়ার ঘটনা।

ধৃতের নাম জয়দেব ওঝা। এক সময়ে স্থানীয় পঞ্চায়েতের সদস্য ছিলেন তৃণমূলের জয়দেব। তাঁর বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন কুমড়া গ্রাম পঞ্চায়েতের খারো এলাকার বাসিন্দা বরুণ দত্ত। তিনি বলেন, ‘‘আমার পৈতৃক সম্পত্তি জাল নথি দিয়ে নিজের নামে করে নিয়েছেন জয়দেব।’’

ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হাবড়া থানার পুলিশ। সোমবার তৃণমূল নেতা গ্রেফতার হন। পুলিশ সূত্রের খবর, প্রায় দেড় বিঘা জমি নিজের নামে করার জন্য দলিল জাল করে রেকর্ড বার করেছিলেন ওই তৃণমূল নেতা। তাঁকে গ্রেফতারের পর সোমবারই হাজির করানো হয় বারাসত আদালতে। হাবড়া-ফুলতলা এলাকায় ৫১ শতক জমির মালিক ছিলেন জগৎবন্ধু দত্ত। ১৯৯৭ সালের পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। সেই জমিই নিজের নামে করে নেওয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯/৩, ৩১৮/৪, ৩৩৬/২,৩৩৮, ৩৪০/৩ ধারায় মামলা রুজু হয়। সেই অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। ধৃতকে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।

ইতিমধ্যে এ নিয়ে কটাক্ষ শুরু করেছে বিজেপি। পদ্মশিবিরের নেতা বিপ্লব হালদার বলেন, ‘‘হাবড়ার বিধায়কও দুর্নীতিগ্রস্ত। তৃণমূল নেতার গ্রেফতারির কথায় মনে হচ্ছে, পুলিশের শুভবুদ্ধির উদয় হয়েছে।’’ অন্য দিকে, স্থানীয় তৃণমূল নেতা পুলক চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘‘আইন আইনের পথে চলবে। কেউ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তা হলে তিনি সাজা পাবেন। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। আর দল এই রকম কাজে প্রশ্রয়ও দেয় না।’’

tmc leader arrested Habra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy