Advertisement
২৫ এপ্রিল ২০২৪

খুনের হুমকির অভিযোগ

বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।  পুলিশ জানিয়েছে, ওই পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সঞ্চিতা বর থানায় বিজেপি-র ছ’জন কর্মীর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ দায়ের করেছেন।

এই থানই পাঠানো হয়েছে তৃণমূলের প্রধানকে। —নিজস্ব চিত্র।

এই থানই পাঠানো হয়েছে তৃণমূলের প্রধানকে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাসন্তী শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০২:০৫
Share: Save:

বাড়ির গেটের মুখের সিঁড়িতে বিজেপির দলীয় পতাকা মোড়া সাদা থান কাপড়! ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে চমকে ওঠেন বাসন্তীর ভরতগড়ের মহিলা পঞ্চায়েত প্রধান।

বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, ওই পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সঞ্চিতা বর থানায় বিজেপি-র ছ’জন কর্মীর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।

সঞ্চিতাদেবী পুলিশকে জানান, ওই থান কাপড়টি যে প্যাকেটে এসেছে তার উপর বিহারের ঠিকানা লেখা ছিল। পুলিশ জানিয়েছে, এই খবর চাউর হতেই এলাকায় তৃণমূলের কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। কর্মীরা তাঁর বাড়িতে ভিড় জমান।

সঞ্চিতাদেবী বলেন, ‘‘বিজেপি-র কর্মীরা কিছুদিন ধরে আমাকে নানা ভাবে কটুক্তি করছে এবং হুমকি দিচ্ছে। দিন কয়েক আগে ওরা এলাকায় ওদের দলীয় পতাকা লাগায়। পাল্টা আমরাও আমাদের দলীয় পতাকা লাগাই। এরপরই এই ঘটনা। ওরা আমার স্বামীকে খুন করতে চাইছে বলেই আমাকে সাদা থান পাঠিয়েছে।’’

ভরতগড় যুব তৃণমূলের অঞ্চল সভাপতি লাল্টু শেখ বলেন, ‘‘কিছু দিন ধরে বিজেপি এলাকায় গণ্ডগোল করতে চাইছে। গত কয়েক দিন ধরে বোমাও ফাটাচ্ছে। তা ছাড়া দলীয় কর্মীদের কটুক্তি, হুমকিও দেওয়া হচ্ছে। এ ভাবে এলাকায় অশান্তি করতে চাইছে ওরা।’’

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির বাসন্তী ব্লক মণ্ডল কমিটির সভাপতি প্রতিশ্রুতি দেবনাথ বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে আমাদের কোনও দলীয় কর্মী জড়িত নন। আমরা এই ঘটনার নিন্দা করছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।’’ এই অভিযোগ মিথ্যা বলে তাঁর দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE