বাড়ির গেটের মুখের সিঁড়িতে বিজেপির দলীয় পতাকা মোড়া সাদা থান কাপড়! ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে চমকে ওঠেন বাসন্তীর ভরতগড়ের মহিলা পঞ্চায়েত প্রধান।
বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, ওই পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সঞ্চিতা বর থানায় বিজেপি-র ছ’জন কর্মীর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।
সঞ্চিতাদেবী পুলিশকে জানান, ওই থান কাপড়টি যে প্যাকেটে এসেছে তার উপর বিহারের ঠিকানা লেখা ছিল। পুলিশ জানিয়েছে, এই খবর চাউর হতেই এলাকায় তৃণমূলের কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। কর্মীরা তাঁর বাড়িতে ভিড় জমান।