Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তৃণমূলের প্রধান ঘেরাও

নিজস্ব সংবাদদাতা
কাকদ্বীপ শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ০১:০৩
Share: Save:

তৃণমূল সমর্থকদের হাতেই ঘেরাও হলেন তৃণমূলের প্রধান রিনা দাস মান্না।

কাকদ্বীপের বিবেকানন্দ পঞ্চায়েত এলাকায় উন্নয়নের কাজ না পাওয়ার অভিযোগে সোমবার বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় তৃণমূলের স্থানীয় নেতা সমর্থকেরা। অভিযোগ, মদ্যপ অবস্থায় ঝামেলাও করে তারা। জেলা পরিষদ সদস্য তথা দলের বিবেকানন্দ অঞ্চল সভাপতি দেবাশিস মণ্ডলের সঙ্গে প্রধানের মতানৈক্য দীর্ঘদিনের। অভিযোগ তার অনুগামীরাই এ দিন ওই বিক্ষোভে সামিল হয়। যদিও, দেবাশিসবাবুর দাবি, এ দিন তিনি সেখানে ছিলেন না। তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রীদের সার্টিফিকেট থেকে শুরু করে একশো দিনের কাজ না পাওয়ার অভিযোগ তুলে এদিন বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে চলে ওই ঘেরাও কর্মসূচি। দেবাশিসবাবুর কথায়, ‘‘দলের মধ্যে কোনও বিভেদ নেই। বাকি পঞ্চায়েতগুলি ভাল কাজ করছে। বিবেকানন্দ অঞ্চলের বিভিন্ন মানুষ আমাকে পঞ্চায়েতের অকর্মন্যতা এবং বিশেষ করে ব্যক্তিগতভাবে প্রধান সম্পর্কে অভিযোগ করেছেন। তবে আজকে কী হয়েছে বলতে পারব না।’’ বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রীনাদেবী অবশ্য এসব উড়িয়ে দিয়েছেন।

তাঁর কথায়, ‘‘কাজ না পাওয়ার কোনও অভিযোগ নেই। নেতাদের ইন্ধনেই দলের একটি অংশ বিনা কারণে অশান্তি পাকানোর চেষ্টা করছে। এর পর এরকম হলে যেখানে অভিযোগ জানানোর জানাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc gherao
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE