রাজ্যের আসন্ন বিধানসভা ভোট নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে তৃণমূল আবার সরকার গঠন করার চেষ্টা চালাচ্ছে, অন্য দিকে এ রাজ্যে নতুন সরকার তৈরির স্বপ্ন দেখছে বিজেপিও। লড়াইয়ের ময়দানে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। তৃণমূল এবং বিজেপির, দু পক্ষেরই এখন পাখির চোখ রাজ্যের নতুন ভোটার। ইতিমধ্যেই হাবড়া বিধানসভার এলাকার হাবড়া পুরসভার ২৪ টি ওয়ার্ডের মোট ২১২০ জন নতুন ভোটারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে বাড়ি বাড়ি পৌঁছে যেতে দেখা গিয়েছে হাবড়া যুব তৃণমূলের কর্মীদের।
বুধবার সকাল থেকেই হাবড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে সেই ছবি ধরা পড়েছে আনন্দবাজার ডিজিটাল-এর ক্যামেরায়। ২০২১ সালে নতুন ভোটার তালিকায় যাঁদের নাম উঠেছে, তাঁদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে হাবড়া পুরসভার মুখ্য পুর প্রশাসক নীলিমেশ দাস তাঁদের হাতে তুলে দিয়েছেন শুভেচ্ছাবার্তা, কলম, গোলাপফুল এবং মিষ্টি। এক নতুন ভোটার বিক্রম সাহা জানিয়েছেন, ‘‘নতুন ভোটার হয়ে খুব ভাল লাগছে।’’
নীলিমেশের কথায়, ‘‘গত দশ বছর হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক উন্নয়নের গতি ধরে রেখেছেন। হাবড়ার বুকে শান্তি প্রতিষ্ঠা হয়েছে।’’ তাই তাঁর আশা, নতুন ভোটাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক ও তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উন্নয়ন কর্মকাণ্ডের শরিক হবেন এবং তৃণমূলকে সমর্থন করবেন।