বাতাসে সবে হিমের ছোঁয়া লাগতে শুরু করেছে। স্নানের পড়ে খোঁজ পড়ছে ক্রিমের। তবে হেমন্তের রোদ্দুর গায়ে মেখে পর্যটকেরা ভিড় করতে শুরু করেছেন সুন্দরবনে।
পরিকাঠামো নিয়ে বহু অভিযোগ থাকলেও রাজ্যের পর্যটন মানচিত্রে সুন্দরবন বরাবরই আকর্ষণীয় গন্তব্য। দার্জিলিংয়ে গণ্ডগোলের জেরে পাহাড়ে এখনও তেমন পা পড়ছে না পর্যটকদের। তাই কদর বেড়েছে সুন্দরবনের। পর্যটন ব্যবসায়ীরা ভাল লাভের আশাও করছেন মরসুমে।
পর্যটকদের ভিড় দেখে ক্রমশ হাসি চওড়া হচ্ছে সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী, লঞ্চ, ভুটভুটি মালিকদের। মরসুমের শুরুতেই যদি এ ভাবে ভিড় হতে থাকে, তা হলে আগামী দু’তিন মাসে ভাল লক্ষ্মীলাভের আশায় আছেন সকলেই। দিন দু’য়েক আগে পীরখালি জঙ্গলের কাছে পর্যটকদের ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ায় উৎসাহ বেড়েছে সব মহলে। ক্যানিংয়ের অধিকাংশ লঞ্চ মালিকদের ডিসেম্বর মাস পর্যন্ত বুকিং হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।