Advertisement
০৭ মে ২০২৪

জুবিলি সেতুর কাজে ছ’দিন ট্রেন নিয়ন্ত্রণ

নৈহাটির কাছে হুগলি নদীর উপরে নবনির্মিত জুবিলি সেতু অল্প কিছু দিনের মধ্যেই খুলে দেওয়ার পরিকল্পনা করেছে পূর্ব রেল। নতুন সেতুতে পাতা রেললাইন এখন জোড়া হচ্ছে শিয়ালদহ ডিভিশনের মেন লাইনের সঙ্গে। একই সঙ্গে ওই লাইনে বসানো হচ্ছে অটোমেটিক সিগন্যালও।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ০৩:০৮
Share: Save:

নৈহাটির কাছে হুগলি নদীর উপরে নবনির্মিত জুবিলি সেতু অল্প কিছু দিনের মধ্যেই খুলে দেওয়ার পরিকল্পনা করেছে পূর্ব রেল। নতুন সেতুতে পাতা রেললাইন এখন জোড়া হচ্ছে শিয়ালদহ ডিভিশনের মেন লাইনের সঙ্গে। একই সঙ্গে ওই লাইনে বসানো হচ্ছে অটোমেটিক সিগন্যালও।

পূর্ব রেলের খবর, এই কাজের জেরে আজ, বৃহস্পতিবার থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নৈহাটি-ব্যান্ডেল শাখায় লোকাল, মেল ও এক্সপ্রেস ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দিনে সাত থেকে ১০ জোড়া ট্রেন চালানো হবে। এই ছ’দিন শিয়ালদহ-রামপুরহাট, শিয়ালদহ-হলদিবাড়ি, তিস্তা-তোর্সা, গৌড়, বালিয়া এক্সপ্রেস নৈহাটি-ব্যান্ডেলের পরিবর্তে শিয়ালদহ-ডানকুনি হয়ে চলাচল করবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘‘নন-ইন্টারলকিং (সিগন্যাল)-এর কাজ শেষ হলেই নতুন সেতুটি খুলে দেওয়া হবে।’’ নতুন সেতু চালু হলে ওই শাখায় ট্রেনের গতি বাড়বে বলে রেলকর্তাদের দাবি। নতুনের পাশে থাকা পুরনো সেতুটির ভবিষ্যৎ কী, সেটা এখনও স্পষ্ট করেননি রেল কতৃর্পক্ষ। কিছু রেলকর্তার ধারণা, পুরনো সেতুটি ভেঙেই দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

train restricted Jubilee Bridge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE