Advertisement
০৩ মে ২০২৪

স্বামীকে খুনের অভিযোগে ধৃত স্ত্রী, এলাকায় নামল র‌্যাফ

দিন দু’য়েক আগে বাড়ির সামনে থেকে স্বামীর দেহ উদ্ধার হয়। অভিযোগ উঠেছে সিরাজুল মোল্লা নামে ওই যুবকের স্ত্রী সাকিলা বিবিই লোক লাগিয়ে খুন করেছে।এই ঘটনায় পুলিশ সাকিনাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।

ধরা পড়লেন সাকিলা।নিজস্ব চিত্র।

ধরা পড়লেন সাকিলা।নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৩৭
Share: Save:

দিন দু’য়েক আগে বাড়ির সামনে থেকে স্বামীর দেহ উদ্ধার হয়। অভিযোগ উঠেছে সিরাজুল মোল্লা নামে ওই যুবকের স্ত্রী সাকিলা বিবিই লোক লাগিয়ে খুন করেছে।

এই ঘটনায় পুলিশ সাকিনাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু গ্রেফতার না হওয়ায় বৃহস্পতিবার সকালে বাদুড়িয়ার তারাগুনিয়ায় ফের উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতা ফের সাকিনার বাড়ি ভাঙচুর করতে যায়। বসিরহাটের এসডিপিও শ্যামল সামন্ত বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাকিলাকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ দিন ওই মহিলাকে বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এলাকায় র‌্যাফের টহল চলছে।

মঙ্গলবার সিরাজুলের ক্ষতবিক্ষত দেহ একটি আমবাগান থেকে উদ্ধার হয়। বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে লোক লাগিয়ে স্বামীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে সাকিলার বিরুদ্ধে। গ্রামের মানুষ সাকিলাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই এলাকার পূর্বকারিগর পাড়ায় বাড়ি সিরাজুলের। তিনি ইটভাটায় কাজ করতেন। বছর কয়েক আগে সাকিলা ও সিরাজুলের বিয়ে হয়। এটি সাকিলার দ্বিতীয় বিয়ে। দু’টি সন্তানও আছে। তারাগুনিয়া গ্রামে স্ত্রীর বিশাল পাঁচিল ঘেরা দোতলা বাড়ি। মহিলা ঝাড়ফুঁক করতেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। তবে ওই বাড়িতে ঠিক কী হতো, তা নিয়ে অনেকেরই নানা সন্দেহ আছে। অনেক বাইরের লোকজনেরক আনাগোনা ছিল বাড়িতে, এমন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রামবাসীরা জানান, বহিরাগত ওই সব লোকের সঙ্গে সাকিনার ঘনিষ্ঠতা আছে, এই অভিযোগে এর আগে নানা অশান্তি হয়েছে। ঘটনা জানাজানি হওয়ায় সে বারও ওই মহিলাকে মারধর করা হয়। গ্রামে সালিশি বসে। স্ত্রীর এ সব কাজ পছন্দ করতেন না সিরাজুল। তা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হতো। মঙ্গলবার ভোরে লরি থেকে ইট নামাতে গিয়েছিলেন সিরাজুল। তারপর আর ফেরেননি। এরপরেই তাঁর দেহ উদ্ধার হয়।

নিহতের মা রাবিয়া বিবি বলেন, ‘‘অপরিচিতদের সঙ্গে বৌমার মেলামেশা মানতে পারেনি ছেলে। সে কারণে খুনের হুমকি দেওয়া হতো।’’ সাকিলার আচরণ বেশ অদ্ভূত বলে মনে করছে পুলিশও। আদালতের যাওয়ার সময়ে এ দিন ওই মহিলা বলেন, ‘‘আমার ভূতেরাই রেগেমেগে স্বামীকে মেরেছে!’’

তদন্তকারী এক অফিসারের কথায়, ‘‘মহিলার মানসিক ভারসাম্য আছে কিনা, তা নিয়েই তো সন্দেহ হচ্ছে দেখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Husband Wife Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE