বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক তরুণী। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত মৌসুমী বাগডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ফুলমণি হেমব্রম। ২২ বছরের ওই তরুণী রবিবার সকালে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে খবর, সকালে ফুলমণিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশীরা। তিনি বিষ খেয়েছেন বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা ফুলমণিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। খবর দেন মৌসুমী ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
এর পর মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কাকদ্বীপ মর্গে। তবে কী কারণে ওই তরুণী আত্মহত্যা করলেন, তা এখনও অজানা। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। মৃতার পরিবারের সদস্য এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।