Advertisement
১৮ মে ২০২৪

থানার সামনে থেকে মহিলার ব্যাগ ছিনতাই বসিরহাটে

থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এক মহিলার ব্যাগ হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার ঘটনাটি ঘটেছে বসিরহাটে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০১:০৩
Share: Save:

থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এক মহিলার ব্যাগ হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার ঘটনাটি ঘটেছে বসিরহাটে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট থানার সামনে একটি ওষুধের দোকানে চিকিৎসক দেখানোর জন্য ভোর থেকে ইটিন্ডা রাস্তার পাশে শিশু-সহ মহিলা-পুরুষদের লাইন পড়ে। বসার জায়গার অভাবে অনেককেই দেখা যায়, অসুস্থ শিশুদের নিয়ে ইটিন্ডা রাস্তা পেরিয়ে থানা চত্বরে গাছ তলায় গিয়ে বসেন।

এ দিন সকাল ৬টা নাগাদ হাসনাবাদের ভেবিয়া চৌমাথার বাসিন্দা খায়রুল বিবি তাঁর বছর পাঁচের ছেলে মোজাহিদ এবং মাত্র দু’মাসের মেয়ে আম্বিয়াকে ডাক্তার দেখানোর জন্য ওই ওষুধের দোকানে এসেছিলেন। খায়রুল জানান, এখানে নাম লেখাতে গেলে সঙ্গে শিশুকে নিয়ে আসা বাধ্যতামূলক। তাই দুই শিশুকে নিয়ে বেরিয়েছিলেন। ভোর থেকে বেলা পর্যন্ত বসার জায়গা না পেয়ে চড়া রোদের হাত থেকে বাঁচতে থানা চত্বরে গাছের তলায় গিয়ে বসেন। বেলা ১১টা এক যুবক তাঁর ব্যাগ নিয়ে পালায়। ব্যাগে দু’হাজার টাকা, ২টি মোবাইল-সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনায় ক্ষুব্ধ রোগীদের আত্মীয়-পরিজনরা। তাঁদের কথায়, ‘‘চিকিৎসক দেখাতে নাম লেখানোর সময়ে শিশুদের নিয়ে আসা যেখানে বাধ্যতামূলক, সেখানে কেন বসার জায়গা থাকবে না?’’ অসুস্থ শিশুদের নিয়ে অনেক সময়ে বাবা-মাকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যায় তা অত্যন্ত খারাপ। এ বিষয়ে আগেই অভিযোগ উঠেছিল এ বারে মহিলার ব্যাগ চুরির ঘটনা ঘটল। এ ভাবে চলতে থাকলে শিশুদের বড় কোন দুর্ঘটনায় পড়তে হতে পারে। স্থানীয় বাসিন্দারা জানান, ওষুধের দোকানের মালিককে সাবধান করে বলা হয়েছে, এরপরেও শিশু এবং তার অভিভাবকদের বসার জায়গা করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Snatching basirhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE