তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সংঘর্ষ, বোমাবাজি, বাড়ি-ঘর পোড়ানোর মতো ঘটনা ঘটেই চলেছে বাসন্তীতে। রক্তও কম ঝরেনি গত কয়েক মাসে। এ বার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটল।
শুক্রবার বিকেলে একটি ক্লাব দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে উত্তর চুনাখালিতে। গুলি চলে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মিঠুন দাস (৪০)। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার সুপার অরিজিৎ সিংহ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই ক্লাব যুব তৃণমূলের দখলে ছিল। সেটি দখলকে কেন্দ্র করে বাসন্তী ব্লক তৃণমূলের সভাপতি মন্টু গাজির অনুগামীদের সঙ্গে গণ্ডগোল বাধে বাসন্তী ব্লক যুব তৃণমূলের সভাপতি আমান লস্করের অনুগামীদের। বোমা-গুলি চলে। তৃণমূল কর্মী মিঠুন দাসের বুকে গুলি লাগে। দলের লোকজন তাঁকে বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই ক্ষিপ্ত তৃণমূল কর্মীরা স্থানীয় এক যুব তৃণমূল কর্মী লওকাত মোল্লার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাসন্তী থানার ওসি অর্ধেন্দুশেখর দে সরকার, সিআই ক্যানিং রতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে প্রচুর গুলির খোল ও একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।