কাজ থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার ভাঁটিপোতায়। পুলিশ জানিয়েছে, গুলিতে জখম যুবকের নাম জাহির পুরকাইত (২৬)। তাঁর বাড়ি জীবনতলা থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ছ’মাস ধরে কলকাতা লেদার কমপ্লেক্স থানার ভাঁটিপোতা এলাকায় সস্ত্রীক ভাড়া থাকেন জাহির। তিনি কাজ করেন বানতলা চর্মনগরীতে। এ দিন সন্ধ্যায় কাজ সেরে মোটরবাইকে ভাঁটিপোতার বাড়িতে ফিরছিলেন ওই যুবক। অভিযোগ, সেই সময়ে অন্য একটি মোটরবাইকে চেপে এসে এক ব্যক্তি তাঁর পথ আটকায়। জাহির কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে বাইক নিয়ে চম্পট দেয়। পেটে গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়েন জাহির। রক্তাক্ত অবস্থায় তিনি চিৎকার শুরু করেন। গুলির শব্দ ও জাহিরের চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। ওই যুবককে উদ্ধার করে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।
এ দিকে, ভরসন্ধ্যায় জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে কলকাতা পুলিশের পূর্ব ডিভিশনের উপ-নগরপাল আরিশ বিলাল ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওসি দীপঙ্কর বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। যেখানে গুলি চলেছে, সেই জায়গাটি পুলিশ ঘিরে দেয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমঘটিত কোনও কারণে এই ঘটনা ঘটেছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে বলে জানান তদন্তকারীরা। উপ-নগরপাল বলেন, ‘‘একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে। এক জন আহত হয়েছেন। অপরাধীর খোঁজ চলছে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)