Advertisement
E-Paper

অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়াতে নাট্যমেলা

কঠিন রোগে আক্রান্ত শৌর্য ঘোষ নামে এক নাট্যকর্মী। তাঁর চিকিত্‌সার জন্য আর্থিক সাহায্য করতে এগিয়ে এল বসিরহাটের ‘টাকি নাট্যম’ নামে সংস্থাটি। সংস্থার পরিচালনায় আয়োজন করা হয় নাট্য উত্‌সবের। গত বৃহস্পতিবার টাকি পৌর সাংস্কৃতির মঞ্চে তিন দিনের এই নাট্য উত্‌সবের উদ্বোধন করেন নির্দেশক অবন্তী চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৫ ০১:০৯
অনুষ্ঠানের একটি মুহূর্ত।—নিজস্ব চিত্র।

অনুষ্ঠানের একটি মুহূর্ত।—নিজস্ব চিত্র।

কঠিন রোগে আক্রান্ত শৌর্য ঘোষ নামে এক নাট্যকর্মী। তাঁর চিকিত্‌সার জন্য আর্থিক সাহায্য করতে এগিয়ে এল বসিরহাটের ‘টাকি নাট্যম’ নামে সংস্থাটি।

সংস্থার পরিচালনায় আয়োজন করা হয় নাট্য উত্‌সবের। গত বৃহস্পতিবার টাকি পৌর সাংস্কৃতির মঞ্চে তিন দিনের এই নাট্য উত্‌সবের উদ্বোধন করেন নির্দেশক অবন্তী চক্রবর্তী। প্রথম দিন মঞ্চস্থ হয় টাকি নাট্যম নিবেদিত এবং মনীষ ভট্টাচার্য পরিচালিত ‘মরা চাঁদ’। দ্বিতীয় দিনে সঙ্ঘারামের ‘তিন পয়সার পালা’ এবং শেষ দিনে ছিল বসিরহাট কিংশুক প্রযোজিত ‘কন্যে কথা’ এবং স্বপ্ন সন্ধানী প্রযোজিত ও রজতাভ দত্ত অভিনীত নাটক ‘সেই সুমৌলি’। ওই দিনই রজতাভ দত্ত, দীপক বসু, দেবদূত ঘোষ-সহ অনেকে অসুস্থ নাট্যকর্মীর পরিবারের হাতে ১ লক্ষ টাকা তুলে দেন। টাকি নাট্যমের পক্ষে মনীষ ভট্টাচার্য বলেন, “আমাদের প্রিয় নাট্যকর্মী লিউকোমিয়া রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের টাটা মেডিকেল সেন্টারে চিকিত্‌সাধীন। এই রোগের চিকিত্‌সায় বিপুল খরচ। এই পরিস্থিতিতে আমরা তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নাট্য উত্‌সবের পরিকল্পনা করি।”

অন্য দিকে, গত শুক্রবার থেকে শুরু হয়েছে চার দিনের ‘ন্যাজাট ভাবনার’ নাট্য মেলা। সুন্দরবন এলাকার সন্দেশখালির ন্যাজাটের ল্যাম্প সোসাইটির মাঠে এই মেলার আয়োজন করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সুন্দরবনের প্রত্যন্ত এলাকার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এ বারের নাট্য মেলায় থাকছে ন্যাজাট ভাবনার ‘অশ্বমেধের ঘোড়া’, গোবরডাঙার রূপান্তর প্রযোজিত ‘বিভুঁই’, গোবরডাঙার নকশা প্রযোজিত ‘রাজার অসুখ’, হালিশহর আবহমানের ‘ভবঘুরে’, সোনারপুরের কৃষ্টি সংসদের ‘আয়ুদান’ এবং দত্তপুকুর দৃষ্টির ‘অন্য নীড়’।

সম্প্রতি শেষ হল বসিরহাটের কিংশুক নাট্য মেলা ২০১৫। স্থানীয় ভ্যাবলার স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের শিশু উদ্যানে তিন দিনের এই মেলায় বসিরহাটের কিংশুক নাট্যদল-সহ হাবরা, দত্তপুকুর, হাওড়া, গোবরডাঙা এলাকা থেকে আসা দলগুলি ৬টি নাটক মঞ্চস্থ করে। মেলার উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা এবং নাট্য পরিচালক নটরাজ দাশ। অতিথি হিসাবে ছিলেন পার্থসারথি দে, তাপস জ্যোতি বন্দ্যোপাধ্যায়, ছালিমা বিবি-সহ বিশিষ্টজনেরা। তা ছাড়া, খালেদ চৌধুরী, জয় সেনের স্মৃতিতে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল।

natyamela basirhat sourya ghosh taki natyam southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy