Advertisement
১৪ জুন ২০২৪

পুরসভা-ব্যবসায়ী সমিতির বিরোধ

নির্মীয়মাণ মার্কেটের নির্মাণ কাজ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বজিত্‌ বসু-সহ কয়েক জনের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ শহরে নিউ মার্কেট এলাকায়। বনগাঁ পুরসভার তরফে ওই মার্কেটের নির্মাণ কাজ চলছিল।

ব্যবসায়ীদের মিছিল।—নিজস্ব চিত্র।

ব্যবসায়ীদের মিছিল।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ০১:২৬
Share: Save:

নির্মীয়মাণ মার্কেটের নির্মাণ কাজ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বজিত্‌ বসু-সহ কয়েক জনের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ শহরে নিউ মার্কেট এলাকায়। বনগাঁ পুরসভার তরফে ওই মার্কেটের নির্মাণ কাজ চলছিল। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান তৃণমূলের জ্যোত্‌স্না আঢ্য-সহ কয়েকজন কাউন্সিলর থানায় অভিযোগ দায়ের করেছেন। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই অভিযোগ অবশ্য অস্বীকার করা হয়েছে। অভিযোগের প্রতিবাদে ব্যবসায়ীরা মঙ্গলবার বনগাঁ শহরে মিছিল করে মহকুমাশাসক, এসডিপিও ও থানায় স্মারকলিপি জমা দিয়েছেন।

এ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, “সরকারি সম্পত্তি কেউ নষ্ট করলে আমরা তা মেনে নেব না।” বিশ্বজিত্‌বাবু এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। তিনি বলেন, “ওই সময় আমরা কেউ ঘটনাস্থলে ছিলাম না। কয়েকজন কাউন্সিলরের উপস্থিতিতে রাতের অন্ধকারে পুরসভার তরফে ওই নির্মাণ কাজ ভেঙে দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। কয়েক বছর আগে তত্‌কালীন চেয়ারম্যান প্রশান্তবালা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্মীয়মাণ মার্কেটে চারটি ঘর দেওয়া হবে। ওই প্রতিশ্রুতি রাখছে না বর্তমান পুরবোর্ড।”

যদিও ওই রকম কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রশান্তবাবু। জ্যোত্‌স্নাদেবী বলেন, “প্রশান্তবাবু যে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার নথিপত্র ওরা দেখাক। ওদের বলা হয়েছিল তিনটি ঘর অর্ধেক মূল্যে দেওয়া হবে। তারপরও ওরা নির্মাণকাজ ভেঙে দিলেন। এসডিপিওকেও ব্যবস্থা নিতে বলেছি।” পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE