Advertisement
১৯ মে ২০২৪

মাদক ব্যবসায় ধৃত ৪

শিলিগুড়ির পানিট্যাঙ্কি থেকে মাদক-সহ এক মহিলাকে শনিবার গ্রেফতার করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ও সশস্ত্র সীমা বলের যৌথ দল। সূত্রের খবর, ওই মহিলার কাছ থেকে ৩.৭ কিলোগ্রাম মেথাকুইলন মাদক মিলেছে। যার বাজারদর প্রায় ৪ কোটি টাকা।

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০২:৫৯
Share: Save:

শিলিগুড়ির পানিট্যাঙ্কি থেকে মাদক-সহ এক মহিলাকে শনিবার গ্রেফতার করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ও সশস্ত্র সীমা বলের যৌথ দল। সূত্রের খবর, ওই মহিলার কাছ থেকে ৩.৭ কিলোগ্রাম মেথাকুইলন মাদক মিলেছে। যার বাজারদর প্রায় ৪ কোটি টাকা। এনসিবি সূত্রের খবর, ওই মহিলা ভাড়ার গাড়িতে কাঠমান্ডু থেকে এ দেশে এসেছিল। তার পর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ডিব্রুগড় রাজধানী চেপে ওই মাদক দিল্লিতে পাচার করার ছক ছিল তার। এই পাচারের সঙ্গে আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে কি না, তা-ও দেখা হচ্ছে। ধরা হয়েছে গাড়িচালককেও। শুক্রবার রাতে বারাসতে এনসিবি-র হাতে ধরা পড়ে মহম্মদ শামিম আখতার নামে এক যুবক। তার কাছ থেকে ৪৫০ গ্রাম হেরোইন মিলেছে। শুক্রবার রাতে স্ট্র্যান্ড রোড থেকে উমেশ মল্লিক ও কাকুলিয়া থেকে রাম সিংহ নামে দুই মাদক ব্যবসায়ীকে ধরেছে কলকাতা পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশি রিভলভার ও চারটি গুলি এবং হেরোইনের ১৫০টি পুরিয়া মিলে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Drug trade Arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE