E-Paper

রাস্তায় নীল-সাদা রং নিয়ে মামলা

মামলাকারীর আইনজীবীর দাবি, যত্রতত্র রাস্তাঘাটে নীল সাদা রং করা যায় না। এই রং করে রাতের গাড়িচালকদের বিপদে ফেলার বন্দোবস্ত হয়েছে। নিজের বক্তব্যের পক্ষে তিনি যুক্তিও দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৩
কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মুখ্যমন্ত্রীর ‘পছন্দের রং’ হিসেবে শহরের পথঘাট, সেতুতে নীল-সাদা রং করেছে প্রশাসন। তা নিয়ে টিপ্পনী কাটতেও ছাড়েন না বিরোধীরা। এবার নীল-সাদা রঙের ব্যবহারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলা গ্রহণ করেছে আদালত এবং বিষয়টি যে গুরুতর সে কথা কার্যত মেনে নিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবগণনম। আদালতের খবর, শীঘ্রই মামলার শুনানি হতে পারে।

মামলাকারীর আইনজীবীর দাবি, যত্রতত্র রাস্তাঘাটে নীল সাদা রং করা যায় না। এই রং করে রাতের গাড়িচালকদের বিপদে ফেলার বন্দোবস্ত হয়েছে। নিজের বক্তব্যের পক্ষে তিনি যুক্তিও দিয়েছেন। ওই আইনজীবীর বক্তব্য, রাস্তা এবং সেতুতে কী রং হওয়া উচিত তা স্থির করে ইন্ডিয়ান রোড কংগ্রেস। তাদের মতে, রাস্তায় সাদা, হলুদ এবং কালো রং করা যায়। এই রং নির্বাচনের পিছনে একটি বিজ্ঞান কাজ করে। কারণ, দিনে এবং রাতে এই রংগুলি নিজেদের নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের জন্য সব থেকে ভালো ভাবে নজরে আসে। কিন্তু ইন্ডিয়ান রোড কংগ্রেসের সুপারিশ উড়িয়ে এই রাজ্যে নীল সাদা রং করায় রাতে চালকদের রাস্তার মার্কিং দেখতে অসুবিধা হচ্ছে, রাতে রাজপথে গাড়ি চালানো কার্যত দুঃস্বপ্ন হয়ে উঠেছে।

মামলাকারীর যুক্তি শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, বিষয়টি খুবই গুরুতর। এমনকি, স্কুল বাসের রংও নির্দিষ্ট ভাবে হলুদ করতে বলা হয়েছে।

রাজ্যে পালাবদলের পরে সরকারি সব কিছুর রং বদলে নীল সাদা করা হয়েছে। বর্তমানে সব সরকারি ভবন নীল এবং সাদা। রাস্তা এবং সেতুর রং নীল সাদা। সরকারি অনুষ্ঠানের মণ্ডপের রং নীল সাদা করা হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Calcutta High Court Blue and White West Bengal government TMC Mamata Banerjee

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy