Advertisement
০৩ ডিসেম্বর ২০২৩
Biman Banerjee

দুর্ঘটনার কবলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়, জখম হলেন পাইলট কারের চালক

পুলিশ সূত্রে খবর, কুলতলিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন স্পিকার বিমান। তাঁর গাড়ির সামনে ছিল একাধিক পুলিশের গাড়ি। সেগুলির মধ্যেই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

বিমান বন্দ্যোপাধ্যায়।

বিমান বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জয়নগর শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ২১:০২
Share: Save:

দুর্ঘটনার কবলে পড়ল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে। স্পিকারের কনভয়ে থাকা একটি পুলিশের পাইলট গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গোচারণের কাছে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, কুলতলিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন স্পিকার বিমান। তাঁর গাড়ির সামনে ছিল একাধিক পুলিশের গাড়ি। তার মধ্যেই একটি গাড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা দেয়। তাতে চোট পান ওই গাড়ির চালক। তাঁকে তড়িঘড়ি পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। স্পিকারের গাড়ির অবশ্য কোনও ক্ষতি হয়নি।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।

পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE