গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। শনিবার, পশ্চিম বন্দর থানা এলাকার হুগলি জুট মিল ঘাটে। রিভার ট্র্যাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত কিশোরের সন্ধান মেলেনি। তার নাম নবিতাম প্রসাদ (১৪)। বাড়ি দক্ষিণ বন্দর থানা এলাকার টিনাবাজারে। পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে নবিতাম এবং তিন বন্ধু গঙ্গার স্নান করতে আসে। একটু পরেই ঘাটে থাকা লোকজন লক্ষ করেন, জলে তলিয়ে যাচ্ছে নবিতাম। তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও ব্যর্থ হন তাঁরা। এর পরেই খবর দেওয়া হয় পুলিশকে। পশ্চিম বন্দর থানার পুলিশ, রিভার ট্র্যাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলেও খোঁজ মেলেনি ওই স্কুলছাত্রের। পুলিশ জানতে পেরেছে, চার নাবালকের কেউই সাঁতার জানে না। এ দিনই প্রথম তারা গঙ্গায় স্নান করতে নেমেছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)