Advertisement
১৭ জুন ২০২৪
TMC

নেচে টাকা বিলোচ্ছেন নেতা, ভাইরাল ভিডিয়ো

বিরোধীদের অভিযোগ, প্রকাশ্যে তৃণমূল নেতার এমন নাচ কুরুচিপূর্ণ। আর এ ভাবে টাকা ছড়ানো অসাংবিধানিক।

টাকা বিলোচ্ছেন শেখ সাকিম। এই ছবিই ভাইরাল হয়েছে। নিজস্ব চিত্র।

টাকা বিলোচ্ছেন শেখ সাকিম। এই ছবিই ভাইরাল হয়েছে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খানাকুল শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ০৬:৫০
Share: Save:

এক তৃণমূল নেতার নাচ ও টাকা বিলির দু’টি ভিডিয়ো ঘিরে বিতর্ক দানা বেঁধেছে হুগলির খানাকুলে। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মহিলার সঙ্গে নাচছেন খানাকুল-১ ব্লক তৃণমূলের প্রাক্তন যুব কার্যকরী সভাপতি শেখ সাকিম। অন্য একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েক জন বয়স্ক ব্যক্তির সঙ্গে নাচছেন তিনি। কারও কারও হাতে পাঁচশো টাকাও তুলে দিচ্ছেন। দু’টি ভিডিয়োরই সত্যতা যাচাই করেনি আনন্দবাজার। বিরোধীদের অভিযোগ, প্রকাশ্যে তৃণমূল নেতার এমন নাচ কুরুচিপূর্ণ। আর এ ভাবে টাকা ছড়ানো অসাংবিধানিক। ভিডিয়োয় যে তাঁকেই নাচতে দেখা গিয়েছে, স্বীকার করে সাকিম বলেন, ‘‘২০১৬ সালে একটি সংস্থার সেমিনারে ওই মহিলার সঙ্গে নেচেছিলাম। অনেক ব্যবসায়ীও যোগ দিয়েছিলেন। নেতা বলে নাচতে পারব না, এমন কথা তো নেই!’’ আর টাকা দেওয়ার ভিডিয়ো নিয়ে তিনি বলেন, ‘‘গত ২৮ অক্টোবর মুণ্ডেশ্বরী নদীর উপর বাঁশের সাঁকো তৈরির আনন্দে গ্রামবাসীরা একটি অনুষ্ঠান করেছিলেন। সেখানে গ্রামবাসীদের সঙ্গে নেচেছি। আর সাঁকো নির্মাণের সঙ্গে যুক্ত ছয় শ্রমিককে ৫০০ টাকা করে বখশিস দিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Viral Hooghly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE