ডিজিটাল বা ভার্চুয়াল দুনিয়ার জন্য ২০২০ সাল এক মাইলস্টোন। যদিও এই সাফল্যের জন্য অনেকাংশেই দায়ী এক নির্মম সত্য। বিশ্বজুড়ে অতিমারি পরিস্থিতি। পৃথিবী জুড়ে এমন নজির খুব কমই আছে, যখন পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষই লড়াই চালাচ্ছে এক common enemy-র সঙ্গে। Covid-19 দেখা গেল বিশ্বজুড়ে ভেঙে পড়ছে মানুষের তৈরি করা বিভিন্ন system। এমনি অভূতপূর্ব পরিবেশে প্রযুক্তির বা technology-র প্রয়োগ যেন এক নতুন যাত্রা পেয়ে গেল।
বাড়ি থেকে বেরোনো যাবেনা, Emergency Service ছাড়া প্রায় সমস্ত পরিষেবা। কিন্তু প্রায় সবার হাতেই রয়েছে স্মার্টফোন, রয়েছে ইন্টারনেট। বন্দি দশা তেও মানুষ আবার লড়াইয়ে ফিরল বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে। স্কুল থেকে শুরু করে অফিস, ব্যাংক, আদালত ছবি চলে গেলো virtual mode-এ।
একথা মানতেই হবে যে ২০২০ সালের আগে আমাদের সকলের ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে এতটা পরিচিতি ছিল না। কিন্তু সবার মুখে ভার্চুয়াল শব্দটা আরও বেশি শোনা গেল...। পৃথিবী জুড়ে গোলমেলে সময়েও "মা দুর্গার" মর্তে আগমন তো ঠেকানো যাবে না, বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কিন্তু পুজো মানেই তো ভিড়। আর ভিড় এড়ানোই যেখানে আম আদমি থেকে প্রশাসন সবার মূল উদ্দেশ্য সেখানে ভার্চুয়াল দুর্গাপূজাই বা হবে না কেন? ঠিক এই প্রশ্নের উত্তর নেই ৮ বছর আগে থেকে The Puja App হাজির।