বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে আম আদমি পার্টি (আপ)। দিল্লির বিধানসভা নির্বাচনে সেই যুক্তিতেই তাঁরা বিজেপির বিরুদ্ধে আপ-কে সমর্থন করছেন বলে ব্যাখ্যা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই যুক্তিতে তাঁদের অবস্থান ব্যাখ্যা করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও।
বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’র মধ্যে ফাটল স্পষ্ট হয়ে গিয়েছে দিল্লির ভোটে। ‘ইন্ডিয়া’র শরিক অরবিন্দ কেজরীওয়ালের দলের পরিচালিত সরকারের বিরুদ্ধে বিজেপি যেমন লড়ছে, তেমনই লড়াই করছে কংগ্রেসও। আবার ‘ইন্ডিয়া’র শরিক তৃণমূল এবং সমাজবাদী পার্টি কংগ্রেসের পরিবর্তে আপের পাশে দাঁড়িয়েছে। নিজের লোকসভা কেন্দ্রের মধ্যে ফলতায় ‘সেবাশ্রয়’ শিবির পরিদর্শনে গিয়ে বুধবার এই সংক্রান্ত প্রশ্নে অভিষেক বলেছেন, অভিষেক বলেন, ‘‘ইন্ডিয়া জোট তৈরি হওয়ার সময়েই কথা হয়েছিল, যে রাজ্যে যারা শক্তিশালী, তাদের সমর্থন করা হবে। দিল্লিতে আপ সরকার ৭০টি আসনের মধ্যে ৬৮টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল। তাই তাদের তৃণমূল সমর্থন করেছে। নিশ্চয়ই বিজেপিকে কখনওই সমর্থন করা যাবে না।’’
একই ভাবে সমাজবাদী নেতা অখিলেশের বক্তব্য, ‘‘বিরোধীদের ‘ইন্ডিয়া’ মঞ্চ অটুটই আছে। ‘ইন্ডিয়া’ তৈরির সময়েই ঠিক হয়েছিল, আঞ্চলিক দলের মধ্যে যেখানে যারা শক্তিশালী, বিজেপিকে হারাতে সেই দলকে ‘ইন্ডিয়া’র বাকিরা সমর্থন করবে। দিল্লিতে আপ ও কংগ্রেস, দু’পক্ষই বিজেপির বিরুদ্ধে লড়ছে। আপ শক্তিশালী বলেই সমাজবাদী পার্টি তাদের সমর্থন করছে।’’ অখিলেশের সংযোজন, ‘‘দিল্লিতে বিজেপিকে পরাস্ত করাই মূল লক্ষ্য। আপ ও কংগ্রেসের লক্ষ্যও একই।’’
বিএসপি নেত্রী মায়াবতী আবার দাবি করেছেন, বিজেপির একমাত্র ‘বিশ্বাসযোগ্য বিকল্প’ তাঁরাই। মায়াবতীর মন্তব্য, ‘‘উত্তরপ্রদেশ-সহ গোটা দেশে ‘ইন্ডিয়া’ জোটের কোনও ভবিষ্যৎ নেই। মানুষের নয়, নিজেদের স্বার্থে এই দলগুলো এসে জড়ো হয়েছে!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)