সরকার কাজ করছে তবু কেন হারছে তৃণমূল কংগ্রেস! বিধানসভা ভোটের আগে সাংগঠনিক বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের মুখে পড়লেন বালুরঘাটের তৃণমূল নেতারা। আর গোষ্ঠী-দ্বন্দ্ব নিয়ে তাঁর ক্ষোভের মুখে পড়লেন জঙ্গিপুরের নেতারা।
ভোটের আগে নীচের তলায় রদবদলের প্রক্রিয়ায় আরও এক পা এগিয়েছে তৃণমূল। জেলাওয়াড়ি বৈঠকের ভিত্তিতে ব্লক স্তরে দল ও শাখা সংগঠনগুলিতে মুখবদল শুরু করেছেন দলীয় নেতৃত্ব। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে দলের সব শাখার নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। নীচের তলায় বড় বদল এনে দলের জন্য ‘কঠিন’ উত্তরবঙ্গের মাটিতে বিধানসভা ভোটের লড়াইয়ে শক্তি বাড়াতে চেয়েছে তৃণমূল।
এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই এ দিন বালুরঘাট সাংগঠনিক জেলার বিধায়ক, জনপ্রতিনিধি ও জেলা পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সদ্যপ্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে লোকসভা ভোটে দলীয় প্রার্থীর পরাজয়ের প্রসঙ্গ ওঠে। সেই হিসেব সামনে রেখেই বিধানসভার প্রস্তুতি নিতে বলা হয়েছে তাঁদের। বৈঠকে দলের সাংগঠনিক ব্যর্থতা নিয়ে সরব ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। জঙ্গিপুরের নেতাদের সঙ্গে বৈঠকেও ওই লোকসভা এলাকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সেখানে দলের অনৈক্য নিয়ে সকলকে সতর্ক করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)