আবার নিজের লোকসভা কেন্দ্রের মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিষ্ণুপুরের আমতলায় সাংসদ কার্যালয়ে লোকসভা কেন্দ্রের নেতাকর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে মিলিত হন অভিষেক। সূত্রের খবর, সেখানেই সেবাশ্রয় নিয়ে ডায়মন্ড হারবারের সমস্ত স্তরের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের ‘বার্তা’ দিয়েছেন অভিষেক।
সোমবার অভিষেকের কর্মসূচি ছিল একেবারেই অভ্যন্তরীণ। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা থেকেই নেতাকর্মীরা পৌঁছেছিলেন আমতলায়। সাংসদ কার্যালয়ের বাইরেও তৃণমূল কর্মীসমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ডায়মন্ডবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভার বিধায়ক জানিয়েছেন, এসআইআর নিয়েও সাংগঠনিক প্রস্তূতি চূড়ান্ত করার বার্তা দিয়েছেন অভিষেক। নভেম্বরের গোড়ায় কলকাতায় এসআইআর নিয়ে কেন্দ্রীয় কোনও কর্মসূচি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
২০২৪ সালে ডায়মন্ড হারবার থেকে ৭ লক্ষ ১০ হাজার ভোটে জিতেছিলেন অভিষেক। তার পর ‘সেবাশ্রয়’ কর্মসূচি ঘোষণা করে জানিয়েছিলেন, বিপুল জয়ের কারণে তিনি ডায়মন্ড হারবারের মানুষের কাছে ঋণী। সে কারণেই তিনি এই কর্মসূচি করেছিলেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে টানা ৭৫ দিন ধরে চলেছিল ‘সেবাশ্রয়’। তৃণমূল সূত্রে খবর, এ বার সেই কর্মসূচি বছরের শেষ মাস ডিসেম্বরেই শুরু হতে পারে।
আরও পড়ুন:
প্রথম সেবাশ্রয়ে দেখা গিয়েছিল ডায়মন্ড হারবারের বাইরে থেকে তো বটেই, রাজ্যের বিভিন্ন জেলা থেকে রোগীদের নিয়ে তাঁদের পরিজনেরা এসেছিলেন অভিষেক আয়োজিত স্বাস্থ্যশিবিরে। ভিন্রাজ্যে একাধিক রোগীর চিকিৎসা করানোরও বন্দোবস্ত করে দিয়েছিল তাঁর টিম। বিধানসভা ভোটের আগে ফের সেই পথে হাঁটতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
সাংসদ কার্যালয়ের বাইরেই একটি সহায়তা শিবির খোলা হয়েছিল সোমবার। অভিষেকের দফতর সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষ তাঁদের নানবিধ সমস্যার কথা ওই শিবিরে জানিয়েছেন। সাংসদ নিজে সেগুলি নিজে তত্ত্বাবধান করবেন।