রাজ্যে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় দলের করণীয় ব্যাখ্যা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে আগামী শুক্রবার ভার্চুয়াল বৈঠক ডেকেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের ওই ভার্চুয়াল বৈঠকে প্রায় ১৫ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করবেন। দলীয় সূত্রে খবর, প্রতিদিনের সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত নেতা-কর্মী ছাড়াও ভোট-প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত জেলা, ব্লক ও বুথ স্তরের দলীয় পদাধিকারীদের এই বৈঠকে ডাকা হচ্ছে। তাঁদের মধ্যে বুথ স্তরের দু’ধরনের দলীয় এজেন্টদের গোটা প্রক্রিয়ায় নজরদারি ও সহায়তা করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে দলের তরফে। সে ক্ষেত্রে ফর্ম পূরণ বা নথিপত্র সংগ্রহ ও তা কমিশনের প্রতিনিধির (বিএলও) কাছে পৌঁছে দেওয়ার কাজে তৃণমূলের ভূমিকাও জানিয়ে দেবেন অভিষেক। এই কাজে রাজ্য স্তরেও নেতাদের একটি দলকে জুড়ে দিতে পারেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)