Advertisement
২৫ এপ্রিল ২০২৪
West Bengal

নিজের শহরও হাতছাড়া অধীরের, বহরমপুর দখল করে নিল তৃণমূল

প্রদেশ কংগ্রেস সভাপতির খাসতালুক দখল করে নিল তৃণমূল। তিন দশক পর কংগ্রেসের হাতছাড়া হল বহরমপুর পুরসভা। পুরপ্রধান সহ মোট ১৭ কংগ্রেস কাউন্সিলর রবিবার যোগ দিলেন তৃণমূলে। ফলে ম্যাজিক ফিগার ১৫ ছাড়িয়ে ওই পুরসভায় তৃণমূলের সদস্য সংখ্যা পৌঁছে গেল ১৮-এ।

অধীর চৌধুরীর ডান হাত হিসেবে পরিচিত এই নীলরতন আঢ্য আজ দল বদলে তৃণমূলে। —ফাইল চিত্র।

অধীর চৌধুরীর ডান হাত হিসেবে পরিচিত এই নীলরতন আঢ্য আজ দল বদলে তৃণমূলে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২২
Share: Save:

প্রদেশ কংগ্রেস সভাপতির খাসতালুক দখল করে নিল তৃণমূল। তিন দশক পর কংগ্রেসের হাতছাড়া হল বহরমপুর পুরসভা। পুরপ্রধান সহ মোট ১৭ কংগ্রেস কাউন্সিলর রবিবার যোগ দিলেন তৃণমূলে। ফলে ম্যাজিক ফিগার ১৫ ছাড়িয়ে ওই পুরসভায় তৃণমূলের সদস্য সংখ্যা পৌঁছে গেল ১৮-এ। এর ফলে মুর্শিদাবাদ জেলার সাতটি পুরসভার মধ্যে পাঁচটিই তৃণমূলের দখলে এসেছে বলে দলের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

গত পৌর নির্বাচনে বহরমপুর পুরসভার ২৯টি আসনের মধ্যে ২৭টিতেই কংগ্রেস জয়ী হয়। তৃণমূল পেয়েছিল ২টি আসন। কিছু দিন আগে এক তৃণমূল কাউন্সিলের মৃত্যু হয়। ফলে পুরসভার সদস্য সংখ্যা কমে হয় ২৮ এবং তৃণমূলের হাতে থাকে মাত্র ১টি আসন। কিন্তু রাজ্যের শাসক দল বেশ কিছু দিন ধরেই বহরমপুর পুরসভাটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্যসক্রিয় হয়েছিল। দিন পাঁচেক আগে থেকেই শোনা যাচ্ছিল, বহরমপুর পুরসভার অধিকাংশ কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিচ্ছেন। সেই জল্পনা সত্যি করে পুরপ্রধান নীলরতন আঢ্য সহ মোট ১৭ জন কংগ্রেস কাউন্সিলর রবিবার তৃণমূল ভবনে হাজির হয়ে নিজেদের দলবদলের কথা ঘোষণা করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওই ১৭ জন কংগ্রেস কাউন্সিলর এ দিন তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। তাঁদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে অভিষেক বলেন, ‘‘মুর্শিদাবাদের সাতটি পুরসভার মধ্যে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, বেলডাঙা আগেই আমাদের হাতে এসেছিল। অত্যন্ত সুখের খবর, আজকে বহরমপুর পুরসভায় আমাদের দখলে এল। কংগ্রেস থেকে ১৭ জন তৃণমূলে যোগ দেওয়ায় ২৮ টি আসনের মধ্যে তৃণমূলের সদস্যসংখ্যা বেড়ে পৌঁছল ১৮টিতে। এক মাসের মধ্যে মুর্শিদাবাদের বাকি দু’টি পুরসভাও তৃণণূলের দখলে চলে আসবে।’’ দলত্যাগী পুরপ্রধান নীলরতন আঢ্য জানিয়েছেন, বহরমপুরের উন্নয়নের স্বার্থেই তাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: ঘর গোছানোর প্লেনাম ঘরোয়াই রাখছে সিপিএম

ওই জেলায় কান্দি এবং মুর্শিদাবাদ পুরসভা এখনও তৃণমূলের হাতের বাইরে। কান্দি পুরসভা দখল করার জন্যও দীর্ঘ দিন ধরে তৃণমূল সক্রিয়। সেখানেও বেশ কয়েক জন কংগ্রেস কাউন্সিলরকে দল বদল করিয়ে নিজেদের দিকে টেনেছে তৃণমূল। তবে দুই নির্দল কাউন্সিলরকে পাশে টেনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন অধীর চৌধুরী। দেবজ্যোতি রায় নামে এক নির্দল কাউন্সিলরকে অপহরণ করে কংগ্রেসের বোর্ড ফেলার চক্রান্তের অভিযোগও উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু আদালতের হস্তক্ষেপে সে চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। রবিবার বহরমপুর পুরসভার দখল নেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন, কান্দি ও মুর্শিদাবাদ আগামী এক মাসের মধ্যেই তৃণমূলের দখলে আসছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Berhampore Municipality TMC Santches From Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE